জাতিসংঘের দ্বিতীয় বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলনে ‘বেইজিং ঘোষণা’ প্রকাশিত
2021-10-17 17:20:06

জাতিসংঘের দ্বিতীয় বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলনে ‘বেইজিং ঘোষণা’ প্রকাশিত_fororder___172.100.100.3_temp_9500049_1_9500049_1_1_7b3524d6-f70c-4886-aa05-52701f4459f2

জাতিসংঘের দ্বিতীয় বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলনে ‘বেইজিং ঘোষণা’ প্রকাশিত_fororder___172.100.100.3_temp_9500049_1_9500049_1_1_ac62b673-713d-4b70-9954-82e2a4306340

অক্টোবর ১৭: জাতিসংঘের দ্বিতীয় বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলন গতকাল (শনিবার) সন্ধ্যায় বেইজিংয়ে শেষ হয়েছে। সম্মেলনশেষে ‘বেইজিং ঘোষণা’ প্রকাশিত হয়।

‘বেইজিং ঘোষণা’য় টেকসই পরিবহনের গুরুত্ব তুলে ধরা হয়। এতে বলা হয়, টেকসই পরিবহন মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। বিভিন্ন পক্ষের উচিত কোভিড-১৯ মহামারীর অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় টেকসই পরিবহন লক্ষ্য অন্তর্ভুক্ত করা, এবং টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ ও ‘প্যারিস চুক্তি’ আরও ভালভাবে বাস্তবায়ন করা।

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, অংশগ্রহণকারীরা এই সম্মেলন আয়োজনের জন্য চীনকে ধন্যবাদ জানায় এবং চীনের আন্তর্জাতিক টেকসই পরিবহন নব্যতাপ্রবর্তন ও মেধাকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্তকে স্বাগত জানায়। এই কেন্দ্র উন্নয়নশীল দেশগুলোর সংশ্লিষ্ট সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

চীনের পরিবহনমন্ত্রী লি সিয়াওফেং সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে মিলে সার্বিকভাবে ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ কাজে লাগাতে ও অব্যাহতভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের বাস্তবায়নকাজ এগিয়ে নিতে ইচ্ছুক চীন। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)