চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৩-এর সফল উত্ক্ষেপণ
2021-10-16 15:14:30

চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৩-এর সফল উত্ক্ষেপণ_fororder_1016-4

অক্টোবর ১৬: গতকাল (শুক্রবার) দিবাগত মধ্যরাতে মানববাহী মহাকাশযান শেনচৌ-১৩, লংমার্চ ২এফ-ইয়াও১২ পরিবাহক রকেটের মাধ্যমে, চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষপণকেন্দ্র থেকে উত্ক্ষেপণ করে চীন। উত্ক্ষেপণের ঠিক ৫৮২ সেকেন্ড পরে সেটি মহাকাশের পূর্ব-নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

শেনচৌ-১৩ তিন মহাকাশচারী চাই চিকাং, ওয়াং ইয়াফিং ও ইয়ে কুয়াংফুকে চীনের নির্মাণাধীন মহাকাশকেন্দ্রে নিয়ে যায়। তাদের মধ্যে ওয়াং ইয়াফিং হলেন প্রথচীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৩-এর সফল উত্ক্ষেপণ_fororder_1016-3ম নারী মহাকাশচারী যিনি চীনের মহাকাশকেন্দ্রে গেলেন। মহাকাশকেন্দ্রের মূল অংশে এই তিন জন আগামী ৬ মাস অবস্থান করবেন।

 

শেনচৌ-১৩ মিশনের প্রধান নকশাকার হোয়াং ওয়েই ফেন জানান, মিশনের জন্য মহাকাশচারীদের দুই শতাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ তিন জনের মধ্যে দু’জনের জন্ম আশির দশকের পরে। পরবর্তী কালে চীনা মহাকাশচারীদের বয়স আরও কম হবে বলেও তিনি মন্তব্য করেন। (ইয়াং/আলিম/ছাই)