নারীশিক্ষা প্রসারে আন্তর্জাতিক সমাজের আরও সমর্থন চাইলেন চীনের ফার্স্ট লেডি
2021-10-16 14:59:52

নারীশিক্ষা প্রসারে আন্তর্জাতিক সমাজের আরও সমর্থন চাইলেন চীনের ফার্স্ট লেডি_fororder_1016-1

নারীশিক্ষা প্রসারে আন্তর্জাতিক সমাজের আরও সমর্থন চাইলেন চীনের ফার্স্ট লেডি_fororder_1016-2

অক্টোবর ১৬: চীনের ফার্স্ট লেডি ও ইউনেস্কোর বিশেষ দূত ফেং লিইউয়ান বলেছেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নের জন্য, আন্তর্জাতিক সমাজের উচিত মেয়ে ও নারীদের শিক্ষা প্রসারে অধিক মনোযোগী হওয়া। তিনি  গতকাল (শুক্রবার) বেইজিং থেকে ভিডিও-লিঙ্কের মাধ্যমে ইউনেস্কোর ‘প্রাইজ ফর গার্লস অ্যান্ড উইমেনস এডুকেশান’ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।  

তিনি ব্রাজিল ও মোজাম্বিকের পুরষ্কারবিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ২০১৫ সালে চীন ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে প্রবর্তিত এ পুরস্কার বিশ্বব্যাপী নারীশিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বিশ্বজুড়ে অসংখ্য মেয়ে শিশু ও নারী শিক্ষিত হয়ে নিজেদের ভাগ্য বদলেছে। তা ছাড়া, বিশ্বজুড়ে নারীশিক্ষার প্রতি সমর্থনও ক্রমশ বাড়ছে।

 

তিনি জোর দিয়ে বলেন, সারা বিশ্বের মেয়ে শিশু ও নারীদের ওপর মহামারীর নেতিবাচক প্রভাব স্পষ্ট। বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। দরিদ্র পরিবার ও অঞ্চলের মেয়ে ও নারীদের শিক্ষা, বিশেষ করে নারীদের স্বাস্থ্যবিষয়ক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। (ইয়াং/আলিম/ছাই)