ওয়াং ফেং
2021-10-15 11:05:52

ওয়াং ফেং ১৯৭১ সালের ২৯ জুন চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে রয়েছে তাঁর পৈত্রিক ভিটা। তিনি হচ্ছেন চীনের মূল-ভূভাগের একজন জনপ্রিয় গায়ক, এবং সঙ্গীত রচয়িতা। একটি রক সঙ্গীতদল ‘নম্বর ৪৩ বাও চিয়া সড়ক’-এর প্রধান হিসেবে যথেষ্ট সুনাম কুড়ান গুণী এই শিল্পী।

 

শৈশব থেকেই তিনি বেহালা শিখতে শুরু করেন। বেহালা ও ভায়োলা নিয়ে পরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পেশাগত সঙ্গীত শেখার ফাঁকে তিনি রকসঙ্গীত রচনা ও সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। লেখাপড়া শেষে তিনি চীনের জাতীয় ব্যালে দলে যোগ দিয়ে উপপ্রধান বেহালাবাদক হন। কিন্তু পরে তিনি পদত্যাগ করে পেশাগত গায়ক হন।

ওয়াং ফেং_fororder_src=http___images.51vv.com_upload_sod_artist_photos_17_03_1488347960571&refer=http___images.51vv

‘তোমার সঙ্গে দোলি’ গানটির লিরিক্স ও সঙ্গীত ওয়াং ফেংয়ের সৃষ্টি। এটি তাঁর ২০১৩ সালে প্রকাশিত একটি অ্যালবাম থেকে নেয়া । তিনি মনে করেন, মানুষ যখন সমস্যা কিম্বা ব্যাখ্যাতীত ভুল বোঝাবুঝি মোকাবিলা করে, তখন তাঁর সামনে কমপক্ষে একটি পথ খোলা থাকে, আর সেটি হলো সঙ্গীত। 

ওয়াং ফেং_fororder_src=http___p0.ifengimg.com_a_2016_46_7ad4b2dab98587a_size400_w1920_h1200&refer=http___p0.ifengimg

‘অস্তিত্ব’ গানটি ওয়াং ফেংয়ের একটি বিশেষ পরিবেশনা। গানের লিরিক্স, এবং সঙ্গীত তারই রচিত। এটি ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত তাঁর ‘জীবন কিছুই চায় না’ নামের অ্যালবাম থেকে নেয়া। ২০১২ সালের জানুয়ারিতে গানটি ২০১১ সালের বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে বার্ষিক গোল্ডেন মেলোডি পুরস্কার জিতে। 

ওয়াং ফেং_fororder_src=http___gss0.baidu.com_-Po3dSag_xI4khGko9WTAnF6hhy_zhidao_pic_item_4034970a304e251f4e2f079ea186c9177e3e53f8&refer=http___gss0.baidu

‘জীবন পূর্ণ প্রস্ফুটিত’ ওয়াং ফেং ২০০৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি অ্যালবামের নাম। অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। তিনি নিজেই অ্যালবামের গানগুলির লিরিক্স ও সঙ্গীত রচনা করেন। আজকের অনুষ্ঠানে আমি অ্যালবামের একটি গান আপনাদের শোনাতে চাচ্ছি, গানের নাম ‘জীবন চলার জন্য’।

ওয়াং ফেং_fororder_src=http___vsd-picture.cdn.bcebos.com_f400b4c8864b0f6a8da0fe87c412c458cc40013e&refer=http___vsd-picture.cdn.bcebos

সবাই জানেন, ২০০৮ সালে চীন সাফল্যের সঙ্গে বেইজিং অলিম্পিক গেমসের আয়োজন করেছিল। ‘বেইজিং আপনাদের স্বাগত জানায়’ গানটি তখন অনেক জনপ্রিয় ছিল। চীনের শতাধিক গায়ক-গায়িকা গানটি গেয়েছেন। তখন বেইজিং অলিম্পিক গেমসের অফিসিয়াল একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। অ্যালবামে অনেক গান ছিল।  ‘স্বপ্নের আলো’ তাদের অন্যতম। তাহলে আজকের অনুষ্ঠান আমি আপনাদের ওয়াং ফেংয়ের কণ্ঠে ‘স্বপ্নের আলো’ গানটি শোনাচ্ছি। 

 

(প্রেমা/এনাম)