‘আলোর দিক’
2021-10-13 20:01:56

‘আলোর দিক’_fororder_zhang

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বি ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং বি ছেন, ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর চীনের থিয়েন চিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের সংগীত মহলের খুব জনপ্রিয় একজন গায়িকা। তিনি থিয়েন চিন ফরিন স্টাডিস ইউনির্ভাসিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

২০১০ সালে বিশ্ববিদ্যালয় একটি সংগীত প্রতিযোগিতা আয়োজন করে। চাং বি ছেন এতে অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় পুরস্কার লাভ করেন। একই বছর তিনি আবারও একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন।

 

২০১২ সালে উত্তর কোরিয়ার কেবিএস টেলিভিশন ‘কে-পোপ’ নামে একটি সংগীত প্রতিযোগিতা আয়োজন করে। চাং বি ছেন এতে অংশগ্রহণ করেন এবং এই প্রতিযোগিতার চীনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন হন। একই বছর চাং বি ছেন চীনের প্রতিনিধিত্ব করে  উত্তর কোরিয়ায় গিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন এবং ‘সবচেয়ে শ্রেষ্ঠ গায়িকার’পুরস্কার জিতে নেন।

 

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো চাং বি ছেনের গান ‘ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি’। গানের কথায় বলা হয়: আমি সবসময় তোমাকে বিশ্বাস করি। তোমার প্রশংসায় আমি সুখী। তবে কীভাবে তোমাকে ভুলে যাই। আমাকে তোমার দেওয়া স্মৃতি। ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি, ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি।

আচ্ছা, শুনুন এই মনোমুগ্ধকর গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চাং বি ছেনের কণ্ঠে ‘আলোর দিক’ গানটি। গানের কথায় বলা হয়: কোথাও পালিয়ে যেও না, কাউকে নির্ভর করা যায় না। নতি স্বীকার করবো না, করবো না। একা হলেও সামনে যেতে ভয় পাবো না। আলোর দিকে যাবো, এই অন্ধকারের আলো দিয়ে গান রচনা করবো।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো চাং বি ছেনের আরেকটি গান, গানের নাম ‘শুধু সাধারণ হতে চাই’। গানের কথাগুলো এমন: এই জীবনে কত সুখ, আনন্দ ও দুঃখ থাকে। দীর্ঘ যাত্রায় মানুষ আসে ও চলে যায়। তুমি আর আমি, জন্ম থেকেই সাধারণ । মর্মাহতের সঙ্গে সব কিছু বোঝা যায়। জীবন লম্বা- তবুও ছোট, আমরা সবাই সাধারণ মানুষ।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বি ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)