আজকের টপিক শানসি বন্যার সামনে সারা দেশের মানুষের সাহায্যের হাত; প্রকৃতির সাথে সমন্বিত সহাবস্থা আমাদের শিক্ষা
2021-10-12 17:10:46

আজকের টপিক শানসি বন্যার সামনে সারা দেশের মানুষের সাহায্যের হাত; প্রকৃতির সাথে সমন্বিত সহাবস্থা আমাদের শিক্ষা_fororder_1012

সবাইকে শুভেচ্ছা। সম্প্রতি চীনের জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণের কথা নয়, বরং শানসি অঞ্চলের প্রবল বৃষ্টিতে হওয়া বন্যা সারা দেশের মানুষের মন কেড়ে নিয়েছে।

আজ (মঙ্গলবার) শানসি প্রদেশের সরকারের আয়োজিত এক প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, গত ২ থেকে ৭ তারিখ পর্যন্ত শানসি অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত পড়েছে। গোটা শানসি প্রদেশে গড় বৃষ্টিপাত ১১৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি পড়েছে লিনফেন অঞ্চলে, সেখানে প্রায় ২৮৫.২ মিলিমিটার হয়েছে। এ পর্যন্ত বৃষ্টিতে শানসি প্রদেশের ১১টি শহরের ৭৬টি জেলার ১৭.৬ লাখ মানুষ কবলিত হয়েছে। বন্যায় ১৫জন প্রাণ হারিয়েছে এবং এখনো ৩জন নিখুঁজ রয়েছে। জরুরীভাবে ১.২ লাখ মানুষকে স্থান্তরিত করা হয়। কৃষি খাতে প্রায় ২৪ হেক্টরের শস্যে বন্যায় কবলিত হয়েছে, ১৯.৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সরাসরি আর্থিক ক্ষয়ক্ষতি ৫০২.৯ কোটি ইউয়ান। (স্বর্ণা/আলিম/ছাই)