চলতি সপ্তাহে শিশুরা পাবে করোনা টিকা
2021-10-12 17:08:13

চলতি সপ্তাহে শিশুরা পাবে করোনা টিকা_fororder_6.jpg

ঢাকা, অক্টোবর ১২: করোনা সংক্রমণ কমিয়ে আনতে বাংলাদেশে চলতি সপ্তাহেই শুরু হবে শিশুদের টিকাদান কার্যক্রম। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা দেশের ২১টি কেন্দ্রে টিকা নিতে পারবেন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিষয়ক এক আয়োজনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা জানান। তিনি বলেন, ‘এই সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে শিশু কিশোরদের জন্য।‘

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, “ইতোমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। কারণ, ফাইজারের টিকা সংরক্ষণের জন্য সারাদেশে ওরকম সুযোগ সুবিধা নেই।“

কোন কোন জেলায় এই টিকা কার্যক্রম শুরু হবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, জেলা ও সিটি করপোরেশনগুলোর যেখানে সুবিধা আছে, আপাতত সেখানেই দেওয়া হবে। বাকিগুলোতে পর্যায়ক্রমে দেওয়া হবে।

অভি/ সাজিদ