মার্কো পোলোর উইলের কপি দান অনুষ্ঠান বেইজিং ও ভেনিসে একযোগে অনুষ্ঠিত
2021-10-12 13:48:12

২৭ সেপ্টেম্বর হলো ‘বিশ্ব পর্যটন দিবস’। এর উপলক্ষ্যে ইতালির চীনা পর্যটন ফেডারেশনের পরিচালক মিস ইং হং এবং ইতালির Scrinium কোম্পানির চেয়ারম্যান ফার্দিনান্দো স্যান্টোরো যৌথভাবে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন ইউনিয়নকে ‘মার্কো পোলোর ইউলের কপি’ দান করেছেন। জানা গেছে, মার্কো পোলোর আসল উইল এখন ইতালির সান মার্কো জাতীয় লাইব্রেরিতে রয়েছে। এবার দানকৃত মার্কো পোলোর উইলের কপি আসল উইল অনুসারে পুনরায় তৈরি করা হয় এবং তা সান মার্কোর জাতীয় গ্রন্থাগারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

 

বেইজিং সময় ২৭ সেপ্টেম্বর বিকেলে হস্তান্তর অনুষ্ঠান চীন ও ইতালির সরকার এবং সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের প্রতিনিধিদের উপস্থিতিতে বেইজিং ও ভেনিসে একযোগে অনুষ্ঠিত হয়। বিশ্ব পর্যটন ফেডারেশনের চেয়ারম্যান তুয়ান ছিয়াং, ইতালিতে চীনের রাষ্ট্রদূত লি চুনহুয়া, ইতালির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা ব্যুরোর উপ-পরিচালক ঝেং হাও, ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী লওরা ফিনকাটো, চিয়ে জিয়াং প্রদেশের সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর উপ-পরিচালক স্যু ভেং, ভেনেটো অঞ্চলের সাংস্কৃতিক উপদেষ্টা ক্রিস্টিয়ানো কোলাজারি, মিলানে চীনের কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল ঝাং হং, ভেনিস শহরের সাংস্কৃতিক ঐতিহ্য, বিশ্ববিদ্যালয় সম্পর্ক ও আঞ্চলিক প্রচার-বিষয়ক কমিশনার পলা মার, সান মার্কো জাতীয় লাইব্রেরির পরিচালক স্টেফানো ক্যাম্পানিওলো, ভেনিস হোটেল শিল্প সমিটির জেনারেল ম্যানিজার ক্লাউডিও স্কার্পা এবং অন্যান্য নেতা ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ভাষণ দিয়েছেন।

 

এটি একটি প্রাচীন বস্তু, এটি সভ্যতার মধ্যে একটি সংলাপ। ১৪ শতাব্দীতে, পূর্ব-পশ্চিম যান চলাচলের সড়ক খুলে যায় এবং ভ্রমণকারী মার্কো পোলো চীন-ইতালি সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠেন। তিনি চীন ও ইতালির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের অধ্যায় খুলে দেন। ৭০০ বছর পর, মার্কো পোলোর চীনে আসার প্রতীকী শারীরিক প্রমাণ—মার্কো পোলোর উইল (কপি) আবারও চীনে এসেছে। এটি ইতিহাসের পুনরাবৃত্তি ও একটি উদ্ভাবন। চীন ও ইতালির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর অর্ধ শতাব্দীরও বেশি সময় পার হয়েছে। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে এই অনুষ্ঠান আয়োজন পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করেছে।

 

‘এক অঞ্চল, এক পথ’-এর যৌথ নির্মাণে চীন ও ইতালির সহযোগিতা আরও গভীর করার সঙ্গে সঙ্গে, দু’দেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিময় আরও উন্নত হয়েছে এবং ফলাফল ফলপ্রসূ হয়েছে। এর মধ্যে জনগণের সাংস্কৃতিক বিনিময় চীন ও ইতালির সম্পর্কের একটি হাইলাইট। যদিও কোভিড-১৯ মহামারী দু’দেশের স্বাভাবিক বিনিময়কে কিছুটা প্রভাবিত করলেও, দু’পক্ষের যৌথ প্রচেষ্টায় একে অপরের সাথে কার্যকর সহযোগিতা থেমে থাকে নি। ‘চীন-ইতালি সংস্কৃতি ও পর্যটন বছর’ নতুন যুগে চীন ও ইতালির সাংস্কৃতিক ও পর্যটন বিনিময়ের একটি ভাল সূচনা। ‘মার্কো পোলোর উইলের কপি’ দান অনুষ্ঠান চীন ও ইতালির সম্পর্কে উজ্জ্বলতা যোগ করেছে।

 

পূর্ব ও পশ্চিমা সভ্যতার অসামান্য প্রতিনিধি হিসেবে, চীন ও ইতালিকে ‘সভ্যতার উত্স’ বলা হয়। মার্কো পোলো সম্পর্কিত ঐতিহাসিক বস্তু দু’দেশের সভ্যতার বিবর্তনের সাফল্যকে প্রতিফলিত করে এবং তা হলো প্রাচীন পর্যটনের ইতিহাস, পূর্ব ও পশ্চিমা সভ্যতার মধ্যে বিনিময়ের ইতিহাস অধ্যয়নের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপকরণ। সাংস্কৃতিক আত্মবিশ্বাস হলো একটি দেশ, একটি জাতির উন্নয়নের সবচেয়ে মৌলিক, গভীরতম এবং দীর্ঘস্থায়ী শক্তি।

 

চীন ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা ব্যুরোর উপ-পরিচালক ঝেং হাও বলেন, চীন ও ইতালির সাংস্কৃতিক সম্পর্ক উচ্চ পর্যায়ের এবং যুগান্তকারী। চীন-ইতালি সহযোগিতা ব্যবস্থা দু’দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি বলেন, “চীন-ইতালি সাংস্কৃতিক সহযোগিতা ব্যবস্থা হলো দু’দেশের সরকারের মধ্যে প্রতিষ্ঠিত একটি সহযোগিতা প্ল্যাটফর্ম। যা দু’দেশের সবচেয়ে প্রতিনিধিত্বশীল সংস্কৃতি, শিল্প, পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম তৈরি করেছে। দু’পক্ষের যৌথ প্রচেষ্টায়, চীন-ইতালি সাংস্কৃতিক সহযোগিতা-ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এ প্ল্যাটফর্ম ভবিষ্যতের চীন-ইতালি সংস্কৃতি ও পর্যটন বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান। আমরা সক্রিয়ভাবে ইতালিয়ান পক্ষের সাথে যোগাযোগ করছি। কোভিড-১৯ মহামারীর কারণে আমরা সাধারণত অনলাইনে যোগাযোগ করি। আমরা ডিজিটাল বিষয়বস্তু এবং পারস্পরিক প্ল্যাটফর্ম বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা করি। ভবিষ্যতে চলচ্চিত্র ও টেলিভিশন প্রদর্শনীসহ বিভিন্ন বিনিময় প্রকল্পে ইতালির সাথে আরও সহযোগিতা করবো।”

 

চীন ও ইতালি একে অপরের সার্বিক কৌশলগত অংশীদার। সহযোগিতায় পারস্পরিক কল্যাণ এনে দেয়, সংস্কৃতিতে একে অপরকে প্রশংসা করে, এবং কঠিন সময়ে পারস্পরিক সহায়তা করে। একটি ব্যাপক, বেসরকারি, অলাভজনক আন্তর্জাতিক পর্যটন সংস্থা হিসেবে, বিশ্ব পর্যটন ফেডারেশন বৈশ্বিক সাংস্কৃতিক পর্যটন শিল্পের উন্নয়নে মনোযোগ দিয়ে থাকবে।