সপ্তাহব্যাপী ছুটিতে চাঙ্গা ছিল চীনের ভোগ্য বাজার
2021-10-11 11:28:29

সবেমাত্র শেষ হয়েছে চীনের জাতীয় দিবসের ছুটি। সপ্তাহব্যাপী এই ছুটিতে মহামারী মানুষদের পণ্যভোগের উত্সাহ কমাতে পারেনি। সারা দেশে চলেছে বিন্দাস উত্সব কাটানো, প্রাদেশিক ভ্রমণ ও বাসায় থেকে নানা রকম পণ্যভোগ। একই সময় বাজারে নিত্য ভোগ্য পণ্যের সরবরাহ ছিল যথেষ্ট এবং দামও ছিল মানুষের হাতের নাগালে এবং স্থিতিশীল।

 

চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে পণ্যভোগে সাধারণ স্থিতিশীল বৃদ্ধি বজায় ছিল। তবে আগের বছরগুলোর চেয়ে কিছুটা কাঠামোগত পরিবর্তন হয়েছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ কাউন্সিলের (সিসিপিআইটি) গবেষণালয়ের উপ-প্রধান চাও পিং বলেন, চতুর্থ প্রান্তিকের পণ্যভোগের ভবিষ্যত বিশ্লেষণ করে বলা যায়, জাতীয় দিবসের আগে পণ্যভোগের সুষ্ঠু পরিবেশ কাজে লাগিয়ে নতুন পণ্যভোগের বৃদ্ধি অব্যাহত থাকবে।

 

জাতীয় দিবসের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্যভোগ ত্বরান্বিতকরণ বিভাগের উপ-প্রধান ওয়াং বিন বলেন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ছুটির বাজারের প্রধান মূল বৈশিষ্ট্য হবে।

 

জাতীয় দিবসের সামগ্রিক পরিস্থিতি থেকে দেখা যায়, কিছু অঞ্চল থেকে মহামারী চলে যাওয়ায় লোকজন বাইরে বেরিয়ে ছুটি উদযাপন করেছে। আর কিছু অঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ বজায় থাকায় লোকজন সীমিত আকারে ছুটি ভোগ করেছে। ফলে সবমিলিয়ে কাছে এবং দূরের পণ্যভোগের উভয় বাজার এ সময়ে চাঙ্গা ছিল।

 

মহামারী এখনো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে; প্রতিরোধের চাপ এখনো বেশি। তাই আন্তঃপ্রদেশ ছুটি কাটানো ও উত্সব উদযাপনকারী পর্যটকদের সংখ্যা মহামারীর আগের সংখ্যার সঙ্গে তুলনা করা যায় না। চাও পিং বলেন, একই সময় নিজে ড্রাইভ করা ভ্রমণকারীদের সংখ্যা অনেক বেড়েছে। কারণ মহামারীতে এটি অধিক নিরাপত্তা নিশ্চিত করে এবং ব্যক্তিগত পর্যটন চাহিদা সহজেই পূরণ করে।

 

চাও পিং মনে করেন, জাতীয় দিবসের ছুটির পণ্যভোগের কিছু ইতিবাচক দিক ছিল। প্রথমত, দেশপ্রেমের উত্সাহ সাংস্কৃতিক পরিষেবা পণ্যভোগের দ্রুত বৃদ্ধি করেছে। ইতোমধ্যে কয়েকটি দেশপ্রেমের চলচ্চিত্র মুক্তি পায়, লাল পর্যটন জনপ্রিয় হয়। সবমিলিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের পণ্যভোগের বৃদ্ধি অনেক বেশি ছিল। দ্বিতীয়ত, পর্যটন পণ্যভোগ ধারাবাহিকভাবে বেড়েছে। যদিও মহামারী প্রতিরোধের কারণে অনেক দর্শনীয় স্থানে প্রবেশাধিকার সীমিত ছিল, তবে বছরের প্রথমার্ধের চেয়ে জাতীয় দিবসের ছুটিতে পর্যটক সংখ্যা বেশি ছিল। এ ছাড়া, গার্হস্থ্য অর্থনীতির বৈশিষ্ট্য আরো স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ‘বাসায় থাকা’ তরুণতরুণীদের পণ্যভোগ ছুটি চলাকালে ইন্টারনেট পণ্যভোগের মাত্রা সম্প্রসারণ করেছে। তাই ইন্টারনেট পণ্যভোগের বৃদ্ধি সব সময় বেশি ছিল।

 

ব্যক্তিগত পর্যটন চাহিদা বৃদ্ধি হবার সঙ্গে সঙ্গে মানুষদের পর্যটনের প্রিয় স্থান হিসেবে ঐতিহ্যবাহী জনপ্রিয় দর্শনীয় স্থান থেকে শহুরে নতুন দর্শনীয় স্থানে স্থানান্তরিত হয়েছে। কাছের জায়গাগুলোতে ছুটি কাটানো, গ্রাম, ও ক্যাম্পিং জনপ্রিয় হয়ে ওঠছে।

 

বেইজিংয়ের উপকণ্ঠ ভ্রমণের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। ফলে লিয়াও নিং প্রদেশের রাজধানী শেন ইয়াংয়ের পুরনো কারখানা থেকে পুনর্নির্মিত সাংস্কৃতিক ও সৃজনশীল পার্ক জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে।

 

স্মার্ট ও স্বাস্থ্যকর পণ্যভোগ আরো জনপ্রিয় হয়েছে। অনলাইন ও অফলাইন ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে অনলাইন ও অফলাইনে পারস্পরিক যোগাযোগ, ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি, বুদ্ধিমান পর্দা ও  ছোট গৃহস্থালী যন্ত্রপাতি খুবই জনপ্রিয় হয়েছে। নান ছাং শহরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ক্রীড়া উপাদান যোগ হয়েছে, ফলে সেখানে পর্যটক সংখ্যা অনেক বেড়েছে।

 

বিভিন্ন শহরের থিম পার্ক জাতীয় দিবসের ছুটিতে নতুন করে জনপ্রিয়তা পায়। ছুটির কয়েক দিন আগে সবেমাত্র খোলা ইউনিভার্সাল বেইজিং রিসোর্ট রাজধানীর সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর অন্যতমে পরিণত হয়। সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে, ছুটি চলাকালে রিসোর্টের আশপাশে টেক্সি চলাচলের পরিমাণ অনেক বেড়েছে। গত ২ অক্টোবর পিক-আওয়ারে টেক্সি চলাচলের পরিমাণ সেপ্টেম্বর মাসের গড় দৈনিক পরিমাণের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি ছিল।

 

জাতীয় দিবস চলাকালে বেইজিংয়ের পুরনো ব্র্যান্ড রেস্তোঁরায় আসা গ্রাহকদের সংখ্যা বেশি ছিল। আরো বেশি পণ্যভোগী অনলাইন অর্ডারের পদ্ধতি বাছাই করেন।

 

পণ্যভোগের সুপ্তশক্তি কাজে লাগাতে বিভিন্ন বিভাগ ও অঞ্চল বেশ কিছু ব্যবস্থা নিয়ে জাতীয় দিবসের ছুটিতে বাজার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মহামারী প্রতিরোধ ও নিরাপত্তা হুমকি মোকাবিলা, এবং পরীক্ষা-নিরীক্ষা জোরদার করার মাধ্যমে বাজারের স্থিতিশীলতা ও সুশৃঙ্খলা নিশ্চিত করেছে।

 

সরবরাহের দিক থেকে বেইজিং, ইনার মঙ্গোলিয়া ও কুয়াংসি’র বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে শাক-সব্জি ও মাংস জাতীয় কেনাকাটা ও মজুদ উভয়ই বেড়েছে। হেলোংচিয়াং প্রদেশ মহামারীর কারণে রুদ্ধদ্বার কমিউনিটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ছিং তাও শহরে ১২০টি বিরাট খুচরা-বিক্রয়ের জায়গা স্থাপন করে সরকারিভাবে মাংস ও সব্জি বিক্রি হয়েছে।

 

জাতীয় দিবসের ছুটিতে পরিবহন চলাচল নির্বিঘ্ন রাখতে পরিবহন মন্ত্রণালয় দর্শনীয় স্থান ও টার্মিনালসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের পরিবহন ব্যবস্থা জোরদার করেছে। রেলপথ ও বিমানপথের পাশাপাশি শহরের যাত্রীবাহী গুরুত্বপূর্ণ লাইনের গতিবিধি তত্ত্বাবধান ও পরিবহন সমন্বয় জোরদার করার মাধ্যমে কার্যকরভাবে পরিবহন দক্ষতা উন্নত করেছে। একই সময় সক্রিয়ভাবে ই-টিকেট ও যাত্রী পরিষেবা তৈরী করার মাধ্যমে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করেছে।

 

জাতীয় দিবসের ছুটির সামগ্রিক পরিস্থিতি থেকে দু’টো দিক লক্ষণীয়: এক, ভোগ্য বাজারের ধারাবাহিক পুনরুদ্ধারে অনিশ্চয়তা ছিল। বিশেষ করে যেসব অঞ্চলে মহামারী  ছিল, সেসব স্থানে বাজার ততটা চাঙ্গা ছিল না। দুই, বিশ্বে মহামারী ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে একত্রীকরণের বৈশিষ্ট্যসহ পণ্যভোগের পুনরুদ্ধারের গতি প্রত্যাশার চেয়ে কম ছিল। ফলে আগামিতে মহামারী প্রতিরোধ ও পণ্যভোগ বাজারের পুনরুদ্ধার সমন্বয় করতে হলে পণ্যভোগে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। চাও পিং বলেন, ভালোভাবে মহামারী প্রতিরোধের পূর্বশর্ত হচ্ছে নতুন দ্রব্য, নতুন পরিষেবা ও নতুন বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে পণ্যভোগ বৃদ্ধির সুপ্তশক্তি কাজে লাগাতে হবে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে উত্সবের বৈশিষ্ট্য কাজে লাগিয়ে সুষ্ঠু পণ্যভোগ ত্বরান্বিতকরণের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে নতুন পণ্যদ্রব্য, নতুন পরিষেবা ও নতুন বাণিজ্যিক কার্যক্রমকে দ্রুত বাজারে আনা যায়।

 

(প্রেমা/এনাম)