ছাং শিলেই
2021-10-08 14:22:36

ছাং শিলেই ১৯৮১ সালের ২১ জুলাই চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি শাংহাই কনজারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন। তিনি একটি সামরিক পরিবারের ছেলে। বাবার প্রভাবে পাঁচ বছর বয়সে তিনি ইলেকট্রনিক যন্ত্র বাজানো শিখতে শুরু করেন। যখন তাঁর বয়স ৯ বছর, তখন তিনি পিয়ানো শিখতে শুরু করেন এবং পরবর্তীতে অনেক পুরস্কার জিতেন। ১৯৯৩ সালে তিনি শাংহাই গিয়ে তাঁর সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন। ১৯৯৯ সালে তিনি শাংহাই কনজারভেটরি অব মিউজিকে ভর্তি হন। বন্ধুরা, শিলেইয়ের আরো গল্প পরে আপনাদের বলব। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি তাঁর একটি গান আপনাদের শোনাতে চাই। গানের নাম ‘ইস্পাত গোলাপ’। 

 

২০১০ সালের ২১ জুলাই ছাং শিলেই তাঁর প্রথম মূল অ্যালবাম ‘নিজে’ প্রকাশ করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি ‘হথর্ন গাছের নিচে’ নামের চলচ্চিত্রের জন্য গান গান। একই বছরের ১৩ নভেম্বর তিনি তাঁর প্রথম একক ইন্টারনেট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। প্রায় ৩ ঘন্টা সময় ধরে তাতে অনলাইন শ্রোতার সংখ্যা সবসময় ৩০ হাজারের বেশি বজায় ছিল। সর্বোচ্চ সংখ্যা ছিল ৬০ হাজার। 

ছাং শিলেই_fororder_src=http___upload.mnw.cn_2016_1219_1482138731344&refer=http___upload.mnw

২০১৬ সালের ৯ ডিসেম্বর ‘হঠাৎ সতেরো’ চলচ্চিত্র মুক্তি পায়। ছাং শিলেই চলচ্চিত্রের জন্য ‘আমি আমি’ নামের থিম সং গেয়েছেন। 

ছাং শিলেই_fororder_src=http___img.mshishang.com_pics_star_pic_6f3284851e8e6e8e12a51bd067ddd158&refer=http___img.mshishang

‘উহান, তুমি কী ভালো আছো?’ গানটি কোভিড-১৯ মহামারীর শুরুর দিকে তিনি গান। উহানকে শক্তি ও মনোবল যোগাতে গানটি গান তিনি। এতে উহানের জনগণের বিরাট অবদানের জন্য তাদের ধন্যবাদ জানানো হয়। ছাং শিলেই চীনের অন্য তিনজন বিখ্যাত তারকার সাথে গানটি গেয়েছেন। খুব উত্সাহব্যঞ্জক একটি গান এটি। 

ছাং শিলেই_fororder_src=http___i0.hdslb.com_bfs_article_1a69ff82ddb0447cd0a6b0f07abde67c2a258a4a&refer=http___i0.hdslb

‘তোমার সাথে সাক্ষাত’ গানটি ‘তোমার সাথে সাক্ষাত খুব ভাল’ চলচ্চিত্রের একটি গান। গানটি ২০১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। ‘যদি এভাবে ভালোবাসতে পারে’ গানটি একই নামের টিভি নাটকের শেষ গান। দু’টো গানেরই গায়ক ছাং শিলেই। তিনি অনেক চলচ্চিত্র বা টিভি নাটকের জন্য কণ্ঠ দেন। (প্রেমা/এনাম)