যুদ্ধকবলিত অঞ্চলগুলোতে নারীদের অধিকার রক্ষায় আরও সচেষ্ট হওয়া উচিত: চীন
2021-09-18 11:22:52

সেপ্টেম্বর ১৮: নারীরা তুলনামূলকভাবে দুর্বল, তাই তারাই যুদ্ধবিগ্রহে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় আন্তর্জাতিক সমাজের উচিত, বিশেষ করে যুদ্ধকবলিত অঞ্চলগুলোতে নারীদের অধিকার রক্ষায় অধিক সচেষ্ট হওয়া। গতকাল (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে নারীদের অধিকার রক্ষাবিষয়ক এক সংলাপে এসব কথা বলেন জেনিভাস্থ জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত চীনা প্রতিনিধি চিয়াং তুয়ান।

তিনি বলেন, হিংসাত্মক হামলা, লিঙ্গবৈষম্য ও মানবপাচারের ওপর আঘাত হানতে হবে এবং নারী-শরণার্থীদের বিশেষ চাহিদা মেটাতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে আফগানিস্তানে হামলা চালিয়েছিল। ফলে সেখানে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। দেশটিতে এই অন্যায় যুদ্ধের বড় শিকার হয়েছে নারীরা।  চীন আশা করে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন অবৈধ সামরিক তত্পরতায় নারীদের অধিকার লঙ্ঘনকারী আচরণের ওপর নজর রাখবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)