মধ্য-শরত্ উত্সবে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিভিন্ন ভাষণ
2021-09-18 19:34:50

মধ্য-শরত্ উত্সবে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিভিন্ন ভাষণ_fororder_xi

সেপ্টেম্বর ১৮: চীনে মধ্যশরত্ উত্সব উদযাপন করা হবে। চীনাদের অন্যতম ঐতিহ্যবাহী উত্সব হিসেবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বার বার পরিবার ও মমতার বন্ধনের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, চীনের সব সাধারণ পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকবে ও জাতি ভালোভাবে গড়ে উঠবে।

 

২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর সি চিন পিং-কে কেন্দ্র করে চীনের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি পরিবারের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে, প্রেসিডেন্ট সি বিভিন্ন অনুষ্ঠানে বার বার মমতার বন্ধনের কথা উল্লেখ করেছেন।

 

২০১৬ সালের ডিসেম্বর মাসে প্রথম চীনের সভ্যতা পরিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি বলেন, অতীত-বর্তমান-ভবিষ্যতে অধিকাংশ মানুষ পরিবারেই আছে। আমাদের উচিত পারিবারিক সভ্যতার ওপর গুরুত্ব দেওয়া, কোটি কোটি পরিবারকে দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন এবং সমাজের সুষম উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে স্থাপন করা।

 

প্রেসিডেন্ট সি চিন পিং-এর চোখে, পরিবারের ভাগ্য দেশ ও জাতির ভাগ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি বলেন, দেশ শক্তিশালী হলে, জাতি পুনরুদ্ধার হলে, জনগণ সুখী হবে। কোটি কোটি পরিবারকে সুখী করতে হবে।

 

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে, প্রেসিডেন্ট সি চিন পিং বসন্ত উত্সবের সভায় জোর দিয়ে বলেছিলেন যে, দেশের সমৃদ্ধি ও উন্নয়ন ছাড়া পরিবার সুখী হবে না। কোটি কোটি পরিবারের সুখ ছাড়া দেশের সমৃদ্ধি ও উন্নতিও হবে না।

(শুয়েই/তৌহিদ/লিলি)