মার্কিন-অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তির প্রতিবাদে দু’দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো ফ্রান্স
2021-09-18 16:01:07

মার্কিন-অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তির প্রতিবাদে দু’দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো ফ্রান্স_fororder_db722450be34839347676d6ba81460c245c28f6a

সেপ্টেম্বর ১৮: সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ও অস্ট্রেলিয়ার মধ্যে পারমাণবিক সাবমেরিনসংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ফরাসি রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছেন। চুক্তি স্বাক্ষরের আগে অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে করা ১২টি ডিজেলচালিত সাবমেরিন ক্রয়ের ৫৬ বিলিয়ন ইউরোর চুক্তি একতরফাভাবে বাতিল করে দেয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-আইভি লা ড্রাইয়া গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণার পরিণতি অত্যন্ত মারাত্মক। রাষ্ট্রদূত ডেকে পাঠানোর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত। অস্ট্রেলিয়ার আচরণ জঘণ্য। এ ধরনের আচরণের ফলে সম্পর্ক নষ্ট হতে পারে।

উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও ব্রিটেনর সঙ্গে যে-চুক্তি করেছে, তাতে দেশটি পারমাণবিক সাবমেরিনের অধিকারী হবে। (ছাই/আলিম/স্বর্ণা)