চীনের প্রস্তাব আফগান সমস্যা সমাধানের দিকনির্দেশনা দিয়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-09-18 19:00:02

চীনের প্রস্তাব আফগান সমস্যা সমাধানের দিকনির্দেশনা দিয়েছে: সিআরআই সম্পাদকীয়_fororder_RUIPING

সেপ্টেম্বর ১৮: গুরুত্বপূর্ণ সময়ে ‘চীনের প্রস্তাব’ আফগান সমস্যা সমাধানে দিকনির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে সিআরআই সম্পাদকীয়।

‘আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার ভিত্তিতে নিজস্ব উদ্যোগে দেশের ভবিষ্যত ও ভাগ্য নিয়ন্ত্রণে আফগান জনগণকে সাহায্য করা উচিত্।’ গতকাল (শুক্রবার) শাংহাই সহযোগিতা সংস্থা ও ‌ আফগানিস্তান-বিষয়ক কলেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশসমূহের নেতৃবৃন্দের যৌথ শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনলাইনে এক ভাষণ দেন। ভাষণে রাজনৈতিকভাবে আফগান সমস্যা সমাধানে তিনটি প্রস্তাব দেন তিনি। এ তিনটি প্রস্তাব আফগানিস্তানের শান্তি ও পুনর্বাসন বেগবান করা এবং এ অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষার জন্য তাত্পর্যময় বলে মনে করে সিআরআই সম্পাদকীয়।

 

স্বীকার করতেই হবে যে, আফগানিস্তানের পরিবর্তন আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসদমনে জটিল প্রভাব ফেলেছে। চীন আফগানিস্তানকে দৃঢ়ভাবে সন্ত্রাসী সংগঠনগুলো দমনে তাগিদ দেয় এবং এটাই হলো চীনসহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঠিক ও যুক্তিসঙ্গত উদ্বেগ। আফগানিস্তানকে নিজের প্রতিশ্রুতি মেনে চলা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি অর্জন করা উচিত্ বলে সিআরআই সম্পাদকীয়তে মনে করা হয়।

 

এদতঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানকে একঘরে করা উচিত্ নয়। বর্তমানে যুদ্ধকবলিত আফগানিস্তান ইতিহাস ও ভাগ্যের চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যত গঠনের জন্য আফগান জনগণকে সাহায্য করতে এবং সম্মিলিতভাবে এই অঞ্চলের শান্তি রক্ষা করতে চায়।

(লিলি/তৌহিদ/শুয়েই)