শাংহাই সহযোগিতা সংস্থার ২০ বছরে ‘চীনা প্রস্তাব’ উন্নয়নের নতুন যাত্রা উন্মোচন করেছে: সিআরআই সম্পাদকীয়
2021-09-18 19:29:57

শাংহাই সহযোগিতা সংস্থার ২০ বছরে ‘চীনা প্রস্তাব’ উন্নয়নের নতুন যাত্রা উন্মোচন করেছে: সিআরআই সম্পাদকীয়_fororder_shang

সেপ্টেম্বর ১৮: শুক্রবার অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার ২১তম শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনলাইনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। শাংহাই সহযোগিতা সংস্থার ২০ বছরে ‘চীনের প্রস্তাবগুলো’ উন্নয়নের নতুন যাত্রা উন্মোচন করেছে বলে উল্লেখ করেছে সিআরআই সম্পাদকীয়।

 

প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে সংস্থার ভবিষ্যত্ উন্নয়নে পাঁচটি প্রস্তাব দিয়েছেন এবং ধারাবাহিক গুরুত্বপূর্ণ নতুন ব্যবস্থা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক সমাজ মনে করে যে, প্রেসিডেন্ট সি’র ভাষণ শাংহাই সহযোগিতা সংস্থার নতুন যাত্রা জোরদার করবে এবং বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি ও যৌথ  সমৃদ্ধি বাড়াবে।

 

চলতি বছর হলো শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। ২০ বছরে সদস্য দেশগুলো সবসময় যৌথ রাজনৈতিক আস্থা বাড়িয়েছে, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করেছে, সমৃদ্ধি ও উন্নতি বাস্তবায়ন করেছে এবং আঞ্চলিক সংস্থার সহযোগিতা ও উন্নতির নতুন পথ উন্মোচন করেছে।

 

করোনাভাইরাসের মহামারি প্রতিরোধ করা হলো বর্তমান সময়ের সবচেয়ে জরুরি ব্যাপার। সি চিন পিং জোর দিয়ে বলেন, ‘করোনাভাইরাসের টিকার ন্যায়সঙ্গত বিতরণ করা উচিত, ভাইরাসের উত্স অনুসন্ধান নিয়ে রাজনীতি করা উচিত না’। তিনি ঘোষণা করেন, চীন চলতি বছর বিশ্বকে দুই বিলিয়ন ডোজ টিকা দেবে। এতে আবারও প্রমাণ হয়েছে যে, চীন বৈশ্বিক মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

যৌথভাবে স্থিতিশীলতা ও উন্নতি বাস্তবায়ন করা হলো সংস্থার চেতনা। আফগান পরিস্থিতি প্রসঙ্গে প্রেসিডেন্ট সদস্য দেশগুলোকে সমন্বয় জোরদার করা এবং আফগান পরিস্থিতির স্থিতিশীল উত্তরণের আহ্বান জানিয়েছেন। যাতে দেশটি সত্যিকার অর্থেই শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও খুব গুরুত্বপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/লিলি)