আফগানিস্তানে জাতিসংঘের তত্পরতা অব্যাহত রাখার সিদ্ধান্ত
2021-09-18 10:46:34

সেপ্টম্বর ১৮: গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৫টি সদস্যদেশ আফগানিস্তানে মিশন ইউএনএএমএ অব্যাহত রাখার প্রস্তাব গ্রহণ করে।  প্রস্তাব অনুযায়ী, ইউএনএএমএ অব্যাহতভাবে বেসামরিক নাগরিক রক্ষা করা, মানবিক সহায়তা সমন্বয় করা এবং নারী অধিকার রক্ষা করতে করে যাবে। 

ভোট দেয়ার পর, জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং প্রস্তাব গৃহীত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হলেও আফগানিস্তানের দেশি-বিদেশি নীতি এখনও ঠিক হয়নি। আন্তর্জাতিক সমাজের উচিত, আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ভিত্তিতে আফগান জনগণকে নিজেদের উন্নয়নপথ বাছাইয়ে সমর্থন দেয়া।

তিনি আন্তর্জাতিক সমাজকে সহায়তার হাত বাড়িয়ে দিতে এবং আফগান জনগণকে কঠিন সময় কাটাতে সাহায্য করতে আহ্বান জানান। (প্রেমা/আলিম/ছাই)