আফগান ইস্যুতে সি চিন পিংয়ের তিন-দফা প্রস্তাব
2021-09-18 15:57:27

সেপ্টেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) বেইজিং থেকে অনলাইনে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর আফগানিস্তানবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং আফগান ইস্যুতে তিন-দফা প্রস্তাব উত্থাপন করেন।

আফগান ইস্যুতে সি চিন পিংয়ের তিন-দফা প্রস্তাব_fororder_W020210918324636532303

সি চিন পিং উত্থাপিত তিন-দফা প্রস্তাব হচ্ছে:

প্রথমত, আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব একটি সমেত রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে এবং দেশটির বিভিন্ন পক্ষকে সন্ত্রাসদমনে সচেষ্ট থাকতে হবে;

আফগান ইস্যুতে সি চিন পিংয়ের তিন-দফা প্রস্তাব_fororder_W020210918324636549670

দ্বিতীয়ত, আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে বাস্তব যোগাযোগের মাধ্যমে বিভিন্ন দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে হবে;

তৃতীয়ত, আন্তর্জাতিক সমাজের উচিত আফগানিস্তানকে মানবিক সাহায্য দিয়ে যাওয়া এবং মহামারী মোকাবিলায় দেশটিকে সাহায্য করা।

সি চিন পিং আরও বলেন, চীন শীঘ্রই আফগানিস্তানে মহামারী-প্রতিরোধক সামগ্রী পাঠাবে এবং অন্যান্য ক্ষেত্রেও দেশটিকে সহায়তা দিয়ে যাবে। (ছাই/আলিম/স্বর্ণা)