বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার আহ্বান জি-টোয়েন্টি’র কৃষিমন্ত্রীদের
2021-09-18 15:59:25

বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার আহ্বান জি-টোয়েন্টি’র কৃষিমন্ত্রীদের_fororder_1631912975842_887_995x755

সেপ্টেম্বর ১৮: গতকাল (শুক্রবার) জি-টোয়েন্টির কৃষিমন্ত্রী পর্যায়ের সম্মেলন ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্তাগুলোর প্রতিনিধিরা সম্মেলনে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কৃষিবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের প্রথম দিনে ইতালির কৃষিমন্ত্রী স্টেফানো পাতুয়ানেলি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ছু তং ইউ যৌথ প্রেস ব্রিফিং আয়োজন করেন। এতে পাতুয়ানেলি বলেন, ইতালি ও জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা যৌথভাবে ‘খাদ্যশস্য জোট’ প্রতিষ্ঠা করেছে। কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে বিশ্বের কৃষি খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।

মহাপরিচালক ছু তং ইউ মহামারী মোকাবিলায় জি-টোয়েন্টির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মহামারীতে নতুন অর্থনৈতিক বাজার ও উন্নয়নশীল অর্থনৈতিক সত্তাগুলোর ক্ষতি হয়েছে উন্নত অর্থনৈতিক সত্তাগুলোর ২.৫ গুণেরও বেশি। বিশ্বে খাদ্য-নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যাও মোট জনসংখ্যার ৮.৪ শতাংশ থেকে বেড়ে ৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। (ছাই/আলিম/স্বর্ণা)