আফগান জনগণের উন্নয়নের পথ বাছাই করার অধিকারকে সমর্থন দিতে চীনের আহ্বান
2021-09-18 18:26:37

সেপ্টেম্বর ১৮: আফগান জনগণের নিজস্ব উন্নয়নের পথ বাছাই করার অধিকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি তাই বিং। গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তান পরিস্থিতি হাঙ্গামা থেকে স্থিতিশীলতার দিকে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। আফগান যুদ্ধ শেষ হয়েছে, তবে দেশটির সমস্যা সমাধান হয় নি। চীন সংশ্লিষ্ট দেশগুলোকে নিজেদের দায়িত্ব পালন করা এবং আফগানিস্তান পুনর্নির্মাণে অর্থনীতি, জীবিকা এবং মানবিক খাতে সহায়তা দেওয়ার তাগিদ দেয়।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠিত হলেও বিভিন্ন নীতি নির্ধারিত হয় নি। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করার ভিত্তিতে, আফগান জনগণের নিজস্ব উন্নয়নের পথ বাছাই করার অধিকারকে সমর্থন জানানো, আফগানিস্তানের চূড়ান্ত সহনশীল রাজনৈতিক কাঠামো গঠন জোরদার করা, সহাবস্থানের নীতি মেনে চলা এবং নারী ও শিশুদের মৌলিক অধিকারকে সম্মান দেখানো।

চীনা প্রতিনিধি বলেন, আফগানিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বৃদ্ধির আশঙ্কা আছে। আন্তর্জাতিক সমাজের উচিত অব্যাহতভাবে সন্ত্রাসদমনে সহযোগিতা জোরদার করা। চীন অব্যাহতভাবে আফগান জনগণকে জরুরি মানবিক সহায়তা দেবে এবং করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে টিকা সহায়তা দেবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)