সরকারকে ইতিহাস থেকে শেখার আহ্বান জানায় জাপানিরা
2021-09-18 16:45:33

সেপ্টেম্বর ১৮: ১৮ সেপ্টেম্বর ঘটনার ৯০তম বার্ষিকীতে দু’শতাধিক জাপানি মানুষ গতকাল (শুক্রবার) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক সমাবেশে জাপান সরকারের ইতিহাস থেকে শেখা এবং চীন-জাপান সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন।

 

সমাবেশের আয়োজক বলেন, ১৮ সেপ্টেম্বরের ঘটনা হলো জাপানি আগ্রাসী যুদ্ধের সবচেয়ে বৈশিষ্ট্যময় ও ন্যক্কারজনক ঘটনা। জাপানি নেতারা সঠিক ঐতিহাসিক মতাদর্শ পোষণ করে বিগত ঘটনার জন্য আত্মসমালোচনা করবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করবে বলে আশা করেন তিনি।

 

উল্লেখ্য, ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর জাপানি বাহিনী বোমার আঘাতে চীনের শেনইয়াং শহরের নানমান রেল ট্র্যাক ধ্বংস করে এবং চীনা বাহিনীর ওপর দায় চাপায়। তারপর জাপান পৃথিবী-কাঁপানো ১৮ সেপ্টেম্বর ঘটনা সৃষ্টি করে এবং চীনের বিরুদ্ধে দীর্ঘ পরিকল্পিত আগ্রাসী যুদ্ধ শুরু করে।

(লিলি/তৌহিদ/শুয়েই)