ক্রীড়া ও শারীরচর্চার ওপর চীনের গুরুত্বারোপ
2021-09-17 20:37:14

নিখিল চীনের চতুর্দশ জাতীয় গেমস গত বুধবার শায়ান সি প্রদেশের রাজধানী সি আনে শুরু হয়েছে। এ গেমসে অলিম্পিক গেমসের আইটেমের পাশাপাশি শাটলকক (চিয়ান-য্যি), ড্রাগন নৌকা প্রতিযোগিতা, চত্বর-নৃত্য ও থাইচি-সহ চীনের নানা ঐতিহ্যবাহী ও বৈশিষ্ট্যময় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হল ‘সবার জন্য প্রতিযোগিতা, এক মন, এক যাত্রা’। বর্তমানে চীনাদের মধ্যে ক্রীড়া ও শরীরচর্চা বেশ জনপ্রিয়তা পেয়েছে। চীন সরকারও দেশের নাগরিকের শারীরিক অবস্থা উন্নতিতে নানা ব্যবস্থা গ্রহণ করছে।

ক্রীড়া ও শারীরচর্চার ওপর চীনের গুরুত্বারোপ_fororder_src=http-%2F%2Fimg01.e23.cn%2F2021%2F0916%2F20210916054930884&refer=http-%2F%2Fimg01.e23

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একজন ক্রীড়ামোদি ব্যক্তি। ব্যক্তিগতভাবে তিনি ফুটবল ও সাঁতার কাটতে পছন্দ করেন। তিনি দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক অলিম্পিক গেমসের চেয়ারম্যান থমাস বাখ তাকে অলিম্পিক সম্প্রসারণের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

দেশি-বিদেশি নানা ইভেন্টের মাধ্যমে সি চিন পিং ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। ২০১৬ সালে চীনের শিক্ষক দিবস উপলক্ষ্যে তিনি শৈশবের স্কুল-বেইজিং পা ই স্কুল পরিদর্শন করেন। সে সময় খেলার মাঠে শিক্ষার্থীদের ফুটবল খেলতে দেখে সি চিন পিং বলেন, ৫০ বছর আগে তিনি এই মাঠেই ফুটবল খেলতেন। পা ই স্কুলের ফুটবলদল বেইজিংয়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং নিখিল চীনে চতুর্থ স্থান অর্জন করেছিল। ছোটবেলায় বেশি ক্রীড়াচর্চার কারণে তাঁর বর্তমান শারীরিক অবস্থা অনেক ভাল।

 

আসলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্রীড়ার প্রতি অনেক আগ্রহ রয়েছে। তিনি মাত্র চার/পাঁচ বছর বয়সে সাঁতার কাটা শিখেছিলেন। তা ছাড়া, ভলিবল, বাস্কেটবল ও টেনিস-সহ নানা খেলা পছন্দ করেন।

একটি জনবহুল দেশের শীর্ষনেতা হিসেবে সি চিন পিং বরাবরই চীনের ক্রীড়া খাতের উন্নয়ন বেগবান করে যাচ্ছেন। সিপিসি’র ঊনবিংশ কংগ্রেসের প্রতিবেদনে তিনি বলেন, ক্রীড়া খাতের শক্তিশালী দেশ গঠনের কাজ জোরদার করা, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে। ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর সুষ্ঠু আয়োজন বিশ্বের জন্যে চীনের প্রতিশ্রুতি।

 

 এনাম, আপনি কোন ধরণের ক্রীড়া পছন্দ করেন?

 

রুবি/এনাম