জাতিসংঘ অধিবেশন যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে শেখ হাসিনা
2021-09-17 19:50:20

জাতিসংঘ অধিবেশন যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে শেখ হাসিনা_fororder_2

ঢাকা, সেপ্টেম্বর ১৭: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
প্রধানমন্ত্রী ও তার সফলসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইট শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। 
বিশেষ করে ২০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। একইদিন বিকেলে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল, এসডিজি ও রোহিঙ্গা সংকট ইস্যুতে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা আছে। পাশাপাশি ডেনমার্ক, বার্বাডোস, নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী এবং মালদ্বীপ ও ভিয়েতনামের প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাইডলাইন দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। 
সফর শেষে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ছাড়ার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 
সাজিদ রাজু