চীন বিশ্ব অর্থনীতি উন্নয়নের ‘বিশিষ্ট স্তম্ভ’: সিএমজি সম্পাদকীয়
2021-09-16 16:29:49

চীন বিশ্ব অর্থনীতি উন্নয়নের ‘বিশিষ্ট স্তম্ভ’: সিএমজি সম্পাদকীয়_fororder_0916-7

সেপ্টেম্বর ১৬: চীন সরকার গতকাল (শুক্রবার) আগস্ট মাসের অর্থনীতিসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত প্রকাশ করে। প্রকাশিত তথ্যানুসারে, চীনে বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল আছে, অর্থনীতিও স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে।

চীনা সরকারের অনুকূল আর্থিক নীতির কারণে দেশটিতে বিজ্ঞান খাতে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে এবং দেশের অর্থনীতিতে এসব উদ্ভাবন রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

চীনে পণ্য ও সেবার অভ্যন্তরীণ চাহিদা বিশাল। আবার চীনের বাজার অন্যান্য দেশের পণ্য ও সেবার জন্যও আকর্ষণীয়। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চমানের উন্নয়ন-ভিত্তি এই আকর্ষণ দিন দিন বাড়াচ্ছে।

মহামারীর মধ্যেও চীন নিজেকে আরও উন্মুক্ত করার প্রক্রিয়া চালু রেখেছে। ফলে চীন বিশ্ব অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হিসেবে রয়ে গেছে। আগস্ট মাসে চীনের আন্তর্জাতিক বাণিজ্য নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক বাজার হিসেবে চীনের একটি বড় অর্জন।

সম্প্রতি ব্লেকরোক প্রকাশিত ‘বিশ্ব বিনিয়োগ রিভিউ, ২০২১’ অনুসারে, অন্যান্য দেশের তুলনায় মহামারীর আঘাত মোকাবিলায় চীন অধিক সফল হয়েছে এবং সারা বিশ্বের অর্থনীতি উন্নয়নের একটি ‘বিশিষ্ট স্তম্ভে’ পরিণত হয়েছে। (ইয়াং/আলিম/হাইমান)