চীনের চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সিআনে শুরু; প্রেসিডেন্ট সি’র উদ্বোধন
2021-09-16 16:08:13

চীনের চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সিআনে শুরু; প্রেসিডেন্ট সি’র উদ্বোধন_fororder_1111111111

সেপ্টেম্বর ১৬: গণপ্রজাতন্ত্রী চীনের চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গতকাল (বুধবার) সন্ধ্যায় শান’সি প্রদেশের সিআন শহরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং প্রতিযোগিতার উদ্বোধন করেন।

রাত ৭টা ৫৮ মিনিটে প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্ট লেডি ফেং লি ইউয়ানসহ অতিথিরা মঞ্চে আসেন ও দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রতিযোগিতাস্থল তখন তুমুল করতালিতে সরব হয়ে ওঠে।

রাত ৮টায় চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ‘মাতৃভূমির জন্য গান গাই’ শীর্ষক সঙ্গীতের আবেগময় সুরের সঙ্গে সঙ্গে সৈনিকরা জাতীয় পতাকা হাতে নিয়ে ধীরপায়ে হেটে স্টেডিয়ামে আসেন। ‘Athlete's March’ শীর্ষক সঙ্গীতের এই শক্তিশালী সুরের মধ্যেই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পতাকা, চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পতাকা, ৬০ জন পতাকা বহনকারীকে নিয়ে গঠিত পতাকা ফ্যালানক্স এবং বিচারকদের প্রতিনিধি বিশেষ অতিথিদের মঞ্চের কাছে আসেন। এর পর আসে ৩৭টি খেলোয়াড় প্রতিনিধিদল। দলগুলো এসেছে বিভিন্ন প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, মহানগর, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, সিনচিয়াং, এবং তিনটি ক্রীড়া সমিতি থেকে।

স্টেডিয়ামে আসার প্রক্রিয়া শেষে সবাই দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সঙ্গীত গেয়েছেন। আবেগময় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পাঁচ তারকা জাতীয় পতাকা আস্তে আস্তে উঠে বাতাসে স্পন্দিত হতে থাকে।

চীনের শান’সি প্রদেশ এবং জাতীয় ক্রীড়া সাধারণ ব্যুরোর কয়েকজন প্রধান আলাদাভাবে অনুষ্ঠানে বক্তব্য দেন। ৮টা ৪০ মিনিটে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ঘোষণা করেন: ‘আমি গণপ্রজাতন্ত্রী চীনের চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিচ্ছি।’ এসময় এলাকাটি তুমূল করতালিতে মুখরিত হয়ে ওঠে।

চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গীতের সুরের সঙ্গে সঙ্গে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পতাকা ও চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করা হয়। খোলোয়াড় ইয়াং শুন হুং, কোচ ছেন রুং সুয়ে, বিচারক চুং হান ওয়েই পৃথক পৃথকভাবে চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সকল খেলোয়াড়, কোচ ও বিচারকের পক্ষ থেকে শপথগ্রহণ করেন।

চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গীত ‘ভবিষ্যতের পেছনে ছুটছে’ শীর্ষক সুরের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এবারের পরিবেশনার নাম ‘নতুন সময়পর্বে সংগ্রাম করে নতুন যাত্রা উন্মোচন করা’। এসময় মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য তুলে ধরা হয়।

এর আগে গত ১৬ আগস্ট থেকে চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার টর্চ রিলে শান’সি প্রদেশে শুরু হয়। অবশেষে এটি সিআন অলিম্পিক ক্রীড়া স্টেডিয়ামে পৌঁছায়। সকলের দৃষ্টির সামনে সু পিন থিয়ান, চাং ইয়ু ফেই, ছিন খাই, কুও ওয়েন চুন ও মা লুং—এই ৫ জন চীনা খেলোয়াড় টর্চ রিলের কাজ শেষ করেন। অবশেষে টোকিও অলিম্পিক গেমসে চীনের প্রথম স্বর্ণপদক অর্জনকারী খেলোয়াড় ইয়াং ছিয়ান এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মূল মশাল জ্বালিয়ে দেন।

রাত ৯টা ৩৫ মিনিটে চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ‘লম্ফন’ শীর্ষক সঙ্গীতের মাধ্যমে শেষ হয়।

এদিন বিকেলে শান’সি গণভবনে চীনের আধুনিক গণ ক্রীড়া কমিউনিটি, টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনা খেলোয়াড় ও কোচদের প্রতিনিধিদসহ বিভিন্ন গণমান্য ব্যক্তির সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট সি। সকলের সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

চীনের চতুর্দশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হবে। ১২ হাজার খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। পাশাপাশি, ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষও তাদের জন্য নির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)