সুন ইউয়ে
2021-09-15 10:11:05

 

图片默认标题_fororder_src=http___ent.k618.cn_fashion_201706_W020170626761567748511.jpeg&refer=http___ent.k618

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সুন ইউয়ে। তিনি গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের মূলভূখণ্ডের জনপ্রিয় গায়িকা ছিলেন। তিনি ব্যালাড, পপ, ডান্স মিউজিক, ইলেকট্রনিক সংগীত...প্রায় সব ধরনের গান গেয়েছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে শুনুন সুন ইউয়ের একটি সুন্দর গান ‘কৃতজ্ঞতা’।গান ১

সুন ইউয়ে ১৯৭২ সালে চীনের হেইলোংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি হেইলোংচিয়াং প্রদেশের বাহিনীতে ভর্তি হন। বাহিনীতে থাকার সময় তিনি সেনাদের সংগীত প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পান। বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি হারবিনের আর্ট ট্রুপে যোগ দেন। পরে তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘তরুণ গায়ক প্রতিযোগিতায়’ তৃতীয় পুরস্কার অর্জন করেন এবং আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে পা রাখেন।গান ২

图片默认标题_fororder_472309f79052982237be7bd01e32c2cd0b46d417

১৯৯৪ সালে সুন ইউয়ে তার প্রথম ব্যক্তিগত গান ‘আপনার শান্তি কামনা করি’ প্রকাশ করেন। গানটি প্রকাশের পরই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। চীনের বিভিন্ন অনুষ্ঠানে তার এই গান শোনা যায়। সুন ইউয়ের এই গান সে বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়, আর তিনিও এই গানের জন্য সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান। গানটি খুব কোমল একটি গান, সুন্দর সুর ও আন্তরিক কথায় শুভকামনা প্রকাশ করা হয়। বন্ধুরা, এখন সুন ইউয়ের এই সুন্দর গান ‘আপনার শান্তি কামনা করি’ শুনুন।গান ৩

প্রথম গানের মতো সুন ইউয়ের প্রথম অ্যালবাম ‘ভালো মন’ প্রকাশের পরই জনপ্রিয়তা পায়। এই অ্যালবামও সেই বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায়। পরে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফরম করেন, এবং চীনের পক্ষ থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে অংশ নেন। সেই সময়ে শুধু চীনে নয় আন্তর্জাতিক সংগীত মহল- বিশেষ করে এশিয়াতে সুন ইউয়ে জনপ্রিয়তা পান। বন্ধুরা, এখন শুনুন তার সুন্দর একটি গান ‘ভালো মন।গান ৪

১৯৯৮ সাল থেকে কোমল প্রেমের গানের পাশাপাশি সুন ইউয়ে ড্যান্স মিউজিক ও ইলেকট্রনিক সংগীত গাইতে শুরু করেন। আর তার চেষ্টা সফল হয়েছে। তার টানা কয়েকটি অ্যালবাম মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। একসময় তিনি চীনের ড্যান্স মিউজিক ও ইলেকট্রনিক সংগীতের নেতৃত্ব দিয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন সুন ইউয়ের খুব জনপ্রিয় একটি গান ‘আনন্দিত বসন্ত উত্সব’।গান ৫

২০০০ সালে সুন ইউয়ে নতুন ড্যান্স মিউজিক অ্যালবাম ‘কীভাবে খুশী’ প্রকাশ করেন। এই অ্যালবাম চীন ও দক্ষিণ এশিয়ায় অনেক জনপ্রিয় হয়। পরে তিনি দক্ষিণ এশিয়ায় কনসার্ট ট্যুর আয়োজন করেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং সেসব দেশের পর্যটন প্রচারের বিশেষ অবদান রাখেন। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় গায়ক লি চুং হুনের সঙ্গে গাওয়া গান ‘অসীম মনোহরণ’ এক সময় দু’দেশের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘অসীম মনোহরণ’ শুনুন।গান ৬

২০০৮ সালে সুন ইউয়ে বেইজিং অলিম্পিক টর্চ রিলেতে অংশ নেন। তিনি চীনের একমাত্র গায়িকা হিসেবে অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন। ২০১৫ সালে তিনি অবসর নেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসঙ্গে সুন ইউয়ের আরেকটি সুন্দর গান ‘আমাদের ভূমি’ শুনবো, আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।