‘বসন্ত নগরীর’ ভাবমূর্তি তুলে ধরতে চীনের বিদেশি-ভাষী উপস্থাপকদের খুনমিংয়ে সমাবেশ
2021-09-11 19:01:16

‘বসন্ত নগরীর’ ভাবমূর্তি তুলে ধরতে চীনের বিদেশি-ভাষী উপস্থাপকদের খুনমিংয়ে সমাবেশ_fororder_1

‘বসন্ত নগরীর’ ভাবমূর্তি তুলে ধরতে চীনের বিদেশি-ভাষী উপস্থাপকদের খুনমিংয়ে সমাবেশ_fororder_2

‘বসন্ত নগরীর’ ভাবমূর্তি তুলে ধরতে চীনের বিদেশি-ভাষী উপস্থাপকদের খুনমিংয়ে সমাবেশ_fororder_3

সেপ্টেম্বর ১১: জাতিসংঘের জীববৈচিত্র্য কনভেনশনের ১৫তম স্বাক্ষরকারী সম্মেলন চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন প্রচারের লক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকা বিভাগ ও সিপিসি’র খুনমিং শহরের প্রচার বিভাগের যৌথ উদ্যোগে খুনমিং টেলিভিশনের আয়োজনে “বিদেশি-ভাষী চীনা উপস্থাপকের খুনমিং শহর’ শীর্ষক অনুষ্ঠান গতকাল (শুক্রবার) শুরু হয়েছে।

 

অনুষ্ঠান চলাকালে  বিদেশি-ভাষী চীনা উপস্থাপক লাইভ, ভিডিও ও ছবিসহ নানাভাবে নানা প্ল্যাটফর্মে বিশ্ববাসীদের কাছে ইয়ুননান প্রদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের তথ্য তুলে ধরবেন।

 

বাংলা, জাপানি, লাওস, হিন্দিসহ বেশ কয়েকটি ভাষার উপস্থাপকদের মাধ্যমে অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।

(রুবি/তৌহিদ/শিশির)