কালো চিতাবাঘ
2021-09-03 11:06:58

‘কালো চিতাবাঘ’ চীনের মূল-ভূভাগের পপ ও রক সঙ্গীতদল, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। সঙ্গীতদলে প্রধান গায়ক, গিটার বাদক, ঢাকি, ব্যাস বাদক এবং কীবোর্ডে আলাদা আলাদা শিল্পীরা রয়েছেন। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে ‘কালো চিতাবাঘ’ হংকং ও তাইওয়ানে তাদের প্রথম অ্যালবাম ‘কালো চিতাবাঘ’ প্রকাশ করে। অ্যালবামে রয়েছে ‘আমার হৃদয় ভেঙ্গোনা’ ও ‘লজ্জায় নিজেকে লুকানোর জায়গা খুঁজে পাচ্ছি না’ নামের দুটো গান।

কালো চিতাবাঘ_fororder_src=http___cms-bucket.nosdn.127.net_1bc2a09b3efc4e68b29cc771e33adc3220161121150251.jpeg_imageView&thumbnail=550x0&refer=http___cms-bucket.nosdn.127

১৯৯৩ সালের আগস্ট মাসে ‘কালো চিতাবাঘ’-এর দ্বিতীয় অ্যালবাম চীনের মূল-ভূভাগে প্রকাশিত হয়। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে তাদের তৃতীয় অ্যালবামও প্রকাশিত হয়। ১৯৯৮ সালের মে মাসে ‘কালো চিতাবাঘ’ নিয়ে আসে তার চতুর্থ অ্যালবাম। যার নাম ছিল ‘আমার কষ্টগুলো নিয়ে উদাসীন থাকতে পারি না’। অ্যালবামের শিরোনাম সঙ্গীত খুবই জনপ্রিয়তা পায়। আসলে গানের নামটি চীনা ভাষায় অনেক লম্বা, সাধারণ নামগুলোর মতো ছোট একটি শব্দ বা তিন-চারটি অক্ষর নয়, বরং একটি লম্বা কথা। খুব মজার নাম। যাই হোক, বন্ধুরা, তাহলে এখন আমরা এক সাথে গানটি শুনি।

কালো চিতাবাঘ_fororder_src=http___pic4.zhimg.com_50_v2-71e4a0b2875577be97dd8bfc65480d1c_hd&refer=http___pic4.zhimg

২০০৪ সালের জুলাই মাসে ‘কালো চিতাবাঘ’ তাদের পঞ্চম অ্যালবাম ‘কালো চিতাবাঘ-৫’ প্রকাশ করে। ২০১৩ সালের জুলাই মাসে তারা ‘আমরা কে’ নামের অ্যালবাম প্রকাশ করে। আসলে প্রতিষ্ঠিত হবার পর থেকে সঙ্গীতদলের প্রধান গায়ক বারবার পরিবর্তন হয়েছে। তবে ২০১৩ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত দলের প্রধান হিসেবে গায়ক জাং ছি রয়েছেন। জাং ছি কিন্তু দলের দশম প্রধান গায়ক। অ্যালবামের প্রধান গান ছিল ‘আমরা’।  তাহলে এখন আমরাও সেই জনপ্রিয় গানটি শুনব, কেমন?

কালো চিতাবাঘ_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_10153443276_0&refer=http___inews.gtimg

২০১৪ সালের মে মাসে তারা চীনের আন হুই টিভি’র একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। পরের বছর ডিসেম্বর মাসে ‘কালো চিতাবাঘ’ ডিজিটাল অ্যালবাম ‘শেষ আদেশ’ প্রকাশ করে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তারা বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে তাদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। বন্ধুরা, ‘অভিজ্ঞতা থেকে জানা’ এবং ‘তুমি নিজের জন্য কান্না দেখতে চাও না’ দুটো গান সঙ্গীতদলের প্রথম অ্যালবাম থেকে নেয়া।

কালো চিতাবাঘ_fororder_src=http___www.newton.com.tw_img_c_d7f_nBnauQTN5E2M2ImN5ATZiZWM1YWN2czY3EmNxE2Y3Q2MmNGMlBjM3IjM5kzLtVGdp9yYpB3LltWahJ2Lt92YuUHZpFmYuMmczdWbp9yL6MHc0RHa&refer=http___www.newton.com

গানগুলি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লাগার কথা, তাইনা। প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ‘কালো চিতাবাঘ’-এর আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘আমি জিজ্ঞেস করি’। আশা করি, আজকের অনুষ্ঠানের মতো এই গানটিও আপনাদের ভালো লাগবে।  (প্রেমা/এনাম)