ছেন শিয়াও ছুন
2021-09-02 09:08:50

ছেন শিয়াও ছুন ১৯৬৭ সালের ৮ জুলাই চীনের কুয়াং তোং প্রদেশের হুইচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন নামকরা গায়ক ও অভিনেতা। ১৯৮৫ সালে তিনি টিভিবি’র নৃত্য প্রশিক্ষণ কোর্সে যোগ দেন। পরে তিনি একটি সঙ্গীতদল ও নৃত্যদলের সদস্য হন। ১৯৯৪ সালে একটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ১৪তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেতা পুরস্কার জিতেন। ১৯৯৬ সাল থেকে তিনি একটি সিরিজ চলচ্চিত্রে অভিনয় করে সবার মনযোগ আকর্ষণ করেন।

ছেন শিয়াও ছুন_fororder_u=749410439,1906796465&fm=26&fmt=auto&gp=0

১৯৯৮ সালে ছেন শিয়াও ছুন একটি কুংফু নাটকে অভিনয় করেন। নাটকটি খুব জনপ্রিয় ছিল।  তাতে অভিনয় করে তিনি অনেক জনপ্রিয়তা পান। ১৯৯৯ সালে ‘আল্লাহ, আমাকে সাহায্য করুন’ এবং ‘এমন ভাগ্য নেই’ দুটো গান দিয়ে তিনি সে বছরের হংকংয়ের সবচেয়ে শক্তিশালী পুরস্কার জিতেন। ‘এমন ভাগ্য নেই’ গানটি ১৯৯৯ সালের মে মাসে প্রকাশিত তাঁর ম্যান্ডারিন ভাষার অ্যালবাম থেকে নেয়া এবং ‘আল্লাহ, আমাকে সাহায্য করুন’ গানটি ২০০৪ সালে প্রকাশিত চীনা ও ক্যান্টোনিজ দু’টো ভাষার অ্যালবাম থেকে নেয়া।

ছেন শিয়াও ছুন_fororder_src=http___mmbiz.qpic.cn_mmbiz_jpg_cW8GezRBf3ic1hJAsGZ3GHY1bTmextIQVyicN2kkgUs0dtQPGjE4IBbDycJMdUuD0AmzWooBkVG0Ixcca5sLF6nw_0_wx_fmt=jpeg&refer=http___mmbiz.qpic

২০০৩ সালে ছেন শিয়াও ছুন একটি ম্যান্ডারিন ভাষার অ্যালবাম ‘নির্দয়’ প্রকাশ করেন। একই বছর তিনি প্রথমবারের মতো হংকংয়ে একক সঙ্গীতানুষ্ঠানে গান করেন। বন্ধুরা, তাহলে এখন আমরা ‘নির্দয়’ অ্যালবামের শিরোনাম সংগীত শুনব, কেমন?

ছেন শিয়াও ছুন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20171127_0f63c62508ad4b24bea9eb21381d832a.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

‘বিশেষ স্মৃতি’নামের গানটি ছেন শিয়াও ছুন ২০০৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত একই নামের অ্যালবামের শিরোনাম সংগীত। গানের সৃষ্টি তাঁর পরিবারের সদস্যের সঙ্গে জড়িত। ছেন শিয়াও ছুনের মা কয়েক বছর আগে মারা গেছেন, এটা তাঁর জীবনের প্রথম বিরাট ব্যথা। ফলে তিনি গভীরভাবে মমতার বন্ধনের মূল্যায়ন অনুভব করেন। তিনি পরিবারের সদস্যের মিলনের ওপর গুরুত্ব দেন। প্রথমবার গানের সঙ্গীত শোনার সময় ছেন শিয়াও ছুন খুবই আবেগপূর্ণ ছিল। গানের লিরিক্স দেখার পর আরো গভীর অনুভূতি আসে তাঁর। অবিলম্বে তিনি একে অ্যালবামের প্রধান গান হিসেবে বাছাই করেন।

ছেন শিয়াও ছুন_fororder_a50f4bfbfbedab64eb777a44fd36afc379311e28

‘আমার ভালোবাসা’ গানটি ছেন শিয়াও ছুনের ২০০১ সালের মার্চ মাসে প্রকাশিত ‘আলিঙ্গন’ অ্যালবাম থেকে নেয়া। সে বছর তিনটি চীনা ভাষার অ্যালবাম প্রকাশের পর ছেন শিয়াও ছুন আর গান গাইতে চান নি। কিন্তু কোম্পানি তাঁর জন্য অনেক সুন্দর গান সংগ্রহণ করার পর তিনি আবারো গানের জগতে ফিরে আসেন। কারণ এসব গানের স্টাইল তাঁর প্রিয় ছিল। আচ্ছা, তাহলে বন্ধুরা, এখন গানটি শুনুন। (প্রেমা/এনাম)