চীনের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি
2021-08-30 14:17:02

নতুন গতিশক্তির পরিচর্যা ও উন্নয়নকে শিল্পে রূপান্তর ও তাকে বেগবান করা হলো বর্তমান সময়ে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বাড়ানো ও উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ এক ব্যবস্থা। সম্প্রতি প্রকাশিত চীনের জাতীয় পরিংসংখ্যান ব্যুরোর তথ্য মতে, ২০২০ সালে চীনের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতিশক্তির সূচক ছিল ৪৪০.৩, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৩৫.৩ শতাংশ বেশি।

 

অর্থনৈতিক উন্নয়নের নতুন গতিশক্তির সূচক মানে নতুন শিল্প, নতুন বাণিজ্যিক কার্যক্রম, ও নতুন ব্যবসায়িক মডেল। এটি অর্থনৈতিক নতুন গতিশক্তি উন্নয়নের প্রবণতা ও প্রক্রিয়ার প্রতিফলন। এতে সাইবার অর্থনীতি সূচক, অর্থনৈতিক কার্যকলাপের সূচক, উদ্ভাবন চালিত সূচক, জ্ঞান সক্ষমতা সূচক এবং রূপান্তর ও উন্নয়ন সূচক—এ পাঁচ ধরনের সূচক অন্তর্ভুক্ত।

 

তিনটি নতুন অর্থনৈতিক উন্নয়নের পরিস্থিতি ও বৈশিষ্ট্য অনুযায়ী, এবারের ব্যবস্থা ও নিরুপন আগের পরিসংখ্যান সূচক ব্যবস্থার ভিত্তিতে সংশোধিত ও পূর্ণাঙ্গ করা হয়েছে। সর্বোচ্চ সূচক ব্যবস্থা অনুযায়ী, ২০২০ সালে সকল ধরনের সূচক কিছুটা উন্নত হয়েছে। এর মধ্যে সাইবার অর্থনীতি সূচক ছিল ১৩২৩.৬, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৪.৮ শতাংশ বেশি। এটি মোট সূচক বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল এবং সবচেয়ে বেশি অবদান রেখে ৮১.৭ শতাংশ দখলে রেখেছিল।

 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বিজ্ঞান গবেষণালয়ের প্রধান লুই হাইছি বলেন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। নেটওয়ার্ক তথ্য প্রযুক্তি দিনদিন পরিপক্ব হচ্ছে। ফলে নেটওয়ার্ক অবকাঠামো অব্যাহতভাবে সুসম্পূর্ণ হচ্ছে। ফাইভজি খাতে মূলধন গঠন দ্রুততর হচ্ছে। ইন্টারনেট অফ থিংসের নির্মাণ গভীরভাবে এগিয়ে যাচ্ছে। ফলে শক্তিশালীভাবে নেটওয়ার্ক অর্থনীতির দ্রুত বৃদ্ধি হচ্ছে।

 

নতুন বাণিজ্যিক কার্যক্রম অব্যাহভাবে এগিয়ে চলছে। অনলাইন-অফিস, দূর থেকে জিজ্ঞাসাবাদ ও যোগাযোগহীন ডেলিভারিসহ বিভিন্ন পরিষেবা ব্যাপকভাবে চলছে। ২০২০ সালে চীনের ই-বাণিজ্য প্ল্যাটফর্মের বিনিময় পরিমাণ ছিল ৩৭.২ ট্রিলিয়ন ইউয়ান। বছর ভিত্তিক হিসাবে ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত বছর তা ৪.৫ শতাংশ বেড়েছে।

 

নতুন পণ্যভোগ দ্রুততার সাথে বৃদ্ধি পায়। ২০২০ সালে চীনের অনলাইন খুচরা-বিক্রয় মূল্য ছিল ১১.৭৬ ট্রিলিয়ন ইউয়ান। বছর ভিত্তিক হিসাবে ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত বছর তা ১০.৯ শতাংশ বেড়েছে। মহামারী প্রতিরোধে পণ্যভোগের নতুন চাহিদা উপযোগী করার নিমিত্তে অনলাইনে খুচরা-বিক্রয়ে নতুন বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতভাবে চলছে।

 

জানা গেছে, গত বছর ‘তিনটি নতুন’ ক্ষেত্রের অর্থনৈতিক বর্ধিত-মূল্য জিডিপি’র ১৭.০৮ শতাংশ ছিল। ফলে অর্থনৈতিক উন্নয়নের নতুন গতিশক্তি আরো শক্তিশালী হয়।

 

২০২০ সালে উদ্ভাবন চালিত সূচক ছিল ২৩৯.১, যা ২০১৯ সালের চেয়ে ১৮.১ শতাংশ বেশি। সৃজনশীল সক্ষমতার উন্নতিতে মূল প্রযুক্তিগত সমস্যা মোকাবেলা দ্রুততর করায়, এবং সার্বিকভাবে মহামারী প্রতিরোধে জরুরী বৈজ্ঞানিক গবেষণায় সমস্যা সমাধানে চীন ধারাবাহিক অর্থ বরাদ্দ দিচ্ছে। ফলে বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদ্যাগত সৃজনশীলতা নতুন অগ্রগতি লাভ করছে এবং নতুন গতিশক্তি বাড়াছে।

 

মহামারী সত্ত্বেও চীন বিশ্বে সবার আগে উত্পাদন পুনরুদ্ধার এবং সবার আগে অর্থনৈতিক বৃদ্ধি বাস্তবায়ন করেছে। এতে উদ্ভাবন চালিত উন্নয়ন কৌশল গভীরভাবে কার্যকর করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে ডিজিটাইজেশন ও বুদ্ধিবৃত্তিকরণের ভূমিকাও অত্যাধিক। ফলে চীনের অর্থনৈতিক কাঠামো ধারাবাহিক সুবিন্যস্ততা বজায় রাখতে পারছে।

 

মেধাশক্তি ও মানবসম্পদের সুবিধা কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে সৃজনশীল মেধাশক্তির প্রশিক্ষণ জোরদার করার মাধ্যমে চীনের সক্ষমতা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে জ্ঞান সক্ষমতা সূচক ছিল ১৬৩.৭, যা এর আগের বছরের চেয়ে ১০.০ শতাংশ বেশি।

 

অন্যদিকে, ২০২০ সালে অর্থনৈতিক কার্যকলাপের সূচক ছিল ৩২৪.১, যা ২০১৯ সালের চেয়ে ১৭.৪ শতাংশ বেশি। লুই হাইছি’র বিশ্লেষণ অনুযায়ী, বিভিন্ন স্তরের সরকার তাদের সরকারি কার্যাবলীর রূপান্তর ত্বরান্বিত করে তত্ত্বাবধান পদ্ধতি পূর্ণাঙ্গ করেছে। ব্যবসায়িক পরিবেশ ধারাবাহিকভাবে সুবিন্যস্ত করছে। ফলে শিল্প প্রতিষ্ঠা ও সৃজনশীলতা উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে। নতুন বাজার দ্রুত বাড়ছে এবং অধিকতর অর্থনৈতিক প্রাণশক্তি বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়নের স্থিরতা নিশ্চিত হয়েছে।

 

পাঁচটি সূচকে রূপান্ত ও উন্নয়ন সূচক ৩.৬ শতাংশ বেড়ে ১৫০.৭ শতাংশে দাঁড়ায়। কৌশলগত নবোদিত শিল্পের দ্রুত উন্নয়ন হয়। উচ্চ প্রযুক্তিগত নির্মাণ শিল্পের অব্যাহতভাবে উন্নতি হয়। দীর্ঘমেয়াদী জ্ঞান সক্ষমতা সূচক ও রূপান্ত ও আপগ্রেডিং সূচক উন্নতি করা অর্থনৈতিক উন্নয়নে নতুন গতিশক্তি উন্নতির চাবিকাঠি। ভবিষ্যতে দু’টো ক্ষেত্রে উন্নয়নের সুপ্তশক্তি বিরাট এবং এ ব্যাপারে দীর্ঘ প্রচেষ্টা দরকার।

 

(প্রেমা/এনাম)