বাংলাদেশ-ভারতের চিলাহাটি-হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চালু
2021-08-01 17:09:06

বাংলাদেশ-ভারতের চিলাহাটি-হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চালু_fororder_1

আগস্ট ১: দীর্ঘ ৫৬ বছর পর আবার চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুরে প্রথম ট্রিপে পাথর বোঝাই করে ৩০ ওয়াগনের ট্রেনটি ভারত থেকে এই রুটে বাংলাদেশে পৌঁছায়। এর আগে, ২৯ জুলাই ভারতীয় রেলওয়ের দুটি লোকোমোটিভ ভারতের নিউ জলপাইগুড়ি  ছেড়ে আসে। পরে হলদিবাড়ি সীমান্ত দিয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনে পরীক্ষামূলক যাত্রা শেষে আবার ফিরে যায়। 
রেলওয়ে বিভাগ জানায়, শুরুতে পণ্যবাহী ট্রেনে ভারত থেকে পাথর ও গম আসবে। একই সঙ্গে এ পথে অক্সিজেনবাহী ট্রেনও চলাচল করতে পারবে বলেও জানানো হয়। এ পথে পণ্য পরিবহনে সাশ্রয় হবে প্রায় ১৫০ কিলোমিটার পথ। ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। 
ঐশী/শান্তা