অলিম্পিক মটোতে ‘একসঙ্গে’ যোগ করা অর্থপূর্ণ: সিআরআই সম্পাদকীয়
2021-07-22 14:50:54

জুলাই ২২: ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আগামীকাল (শুক্রবার) জাপানের রাজধানী টোকিওতে শুরু হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩৮তম সভায় ‘আরো দ্রুত, আরো উচ্চ, আরো শক্তিশালি, এবং একসঙ্গে’-কে অলিম্পিকের মটো হিসেবে নির্ধারণ করা হয়। এটি আসলে অলিম্পিক চেতনায় নতুন সংযোজন। ফলে বিশ্ববাসী একসঙ্গে নানা চ্যালেঞ্জ মোকাবিলা  করায় উত্সাহিত হবে বলে চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে এ বলা হয়। 

সম্পাদকীয়তে বলা হয়, করোনা মহামারী এখনও বিশ্বব্যাপী তাণ্ডব অব্যাহত রেখেছে। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার অনেক সমস্যার মুখে পড়ছে। কিছু কিছু পশ্চিমা রাজনীতিক বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা সৃষ্টিতে কাজ করছে। এমন প্রেক্ষাপটে অতীতের যে কোন সময়ের চেয়ে, বর্তমানে মানবজাতির ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য হয়ে ওঠেছে। তাই এবারের অলিম্পিকের মটোটি অত্যন্ত অর্থবহ ও সঙ্গতিপূর্ণ। 

খেলাধুলার মাধ্যমে নানা বাধা ও সংঘর্ষ প্রশমিত করা প্রয়োজন। গোটা বিশ্বের জনগণকে আরো ঐক্যবদ্ধ হতে উতসাহিত করা উচিত।

সম্পাদকীয়তে আরও বলা হয়, সব দেশ ‘আমরা একটি অবিচ্ছেদ্য কমিউনিট’—এই ধারণাকে মনে-প্রাণে গ্রহণ করলেই কেবল বিশ্বের দীর্ঘমেয়াদী ও অভিন্ন সমৃদ্ধি সম্ভব। আর এবারের অলিম্পিকের নতুন মটোতে এরই প্রতিফলন হয়। 
(আকাশ/এনাম/রুবি)