টিকা উপহার পেয়ে চীনকে আনুষ্ঠানিক ধন্যবাদ বাংলাদেশের
2021-05-12 16:14:46

টিকা উপহার পেয়ে চীনকে আনুষ্ঠানিক ধন্যবাদ বাংলাদেশের_fororder_2

মে ১২: বাংলাদেশকে করোনা ভাইরাসের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ টিকা গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকায় চীনের টিকার জরুরি অনুমোদন দিতে কিছুটা বিলম্ব হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধুত্বের সূত্র ধরে দেশের মাটিতে চীনা টিকা উৎপাদনের সুযোগ চায় বাংলাদেশ। 
এসময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আত্মশুদ্ধির কঠোর সিয়াম সাধনের মাসের শেষপ্রান্তে এ টিকা চীনের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের প্রতি ঈদ উপহার। 
লি জিমিং বলেন, বিশ্বব্যাপী চীনা টিকার বিরাট চাহিদা সৃষ্টি হয়েছে। চীনের অভ্যন্তরেও রয়েছে ব্যাপক চাহিদা। এরপরও অকৃত্রিম বন্ধু বাংলাদেশের টিকা প্রাপ্তির জন্য যারপরনাই প্রচেষ্টা চালিয়ে যাবে চীন। নাতিদীর্ঘ বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রীও চীন-বাংলাদেশের প্রকৃত বন্ধুত্বের নানাদিক তুলে ধরেন। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক টিকা সরবরাহ করবে চীন বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের কৈফিয়ত তুলে ধরেন চীনা টিকার বিলম্বে আগমনের ব্যাপারে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকায় চীনা টিকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নি বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে চীনা টিকা উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। 
অভি/শান্তা