চীনের দেয়া উপহার সিনোফার্মার টিকা পৌঁছালো বাংলাদেশে
2021-05-12 16:06:08

চীনের দেয়া উপহার সিনোফার্মার টিকা পৌঁছালো বাংলাদেশে_fororder_1

মে ১২: কুসুম-সুন্দর সকালের মতই প্রত্যাশিত এ দৃশ্য। বন্ধুর সংকটে বন্ধুর জন্য উপহার নিয়ে যেন গর্বের এই অবতরণ। বুধবার ভোর সাড়ে ৫টায় চীনের দেয়া ৫ লাখ ডোজ করোনা টিকা নিয়ে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাটিতে অবতরণ করে বিমান বাহিনীর পরিবহন বিমান সি ওয়ান থ্রি জিরো। বহুল প্রত্যাশিত এই মুহূর্ত ধারণে ব্যস্ত হয়ে ওঠে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

চীনের দেয়া উপহার সিনোফার্মার টিকা পৌঁছালো বাংলাদেশে_fororder_webwxgetmsgimg (4)

পরিবহন বিমানটির ডালা খুলতেই সিনোফার্মার সিলমোহর অংকিত টিকার চালান দৃশ্যমান হয় বঙ্গবন্ধু বিমানঘাটির রানওয়েতে। চীন ও বাংলাদেশের পতাকা সম্বলিত ব্যানারে শোভা পায়, ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’। সামরিক, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিনন্দন জানায় ফ্লাইটটিকে। এই গুডউইল মিশনের দলনেতা বিমানবাহিনীর উইং কমান্ডার মো. হাবিবুর রহমান জানান, এটি চীন ও বাংলাদেশ সরকারের ঐতিহাসিক বন্ধুত্বের আরও একটি স্মারক। 

চীনের দেয়া উপহার সিনোফার্মার টিকা পৌঁছালো বাংলাদেশে_fororder_2

একটি উৎস থেকে টিকা সংগ্রহের সিদ্ধান্তে প্রথম ধাপের টিকা কার্যক্রমে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর গেল মাসের শেষের দিকে জরুরি ব্যবহারের জন্য চীন ও রাশিয়ার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া বাংলাদেশের ওষুধ প্রশাসন। 
এদিকে ৬ষ্ঠ টিকা হিসেবে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট উদ্ভাবিত টিকা সিনোফার্মার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সহজ সংরক্ষণ সুবিধা ও টিকা উৎপাদনের চিরায়ত ফর্মুলা অনুসরণ করায় এই টিকাকে নিরাপত্তা, কার্যকারিতা ও মান সবদিক বিবেচনায় মানবতার জন্য বড় উদ্যোগ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।
 আজহার লিমন/শান্তা  
ছবি: অভি