১২ মে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ
2021-05-10 19:56:31

১২ মে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ_fororder_4

মে ১০: চীনের উপহার হিসেবে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা বাংলাদেশে আসছে আগামি ১২ মে। আজ সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব)  সঙ্গে এক অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
 লি জিমিং বলেন, টিকা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে এবং বাংলাদেশে টিকা পাঠানোর বিষয়টি চীন ‘খুবই ইতিবাচকভাবে’ দেখছে। তিনি বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ শুধু এক সপ্তাহ আগে সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত।' 
তিনি বলেন, বৈশ্বিক সম্প্রদায়ের ধারণাকে চীন বাস্তবে রূপ দিয়েছে। আমরা বৈশ্বিক ধারণা নিয়ে শুধু মুখেই কথা বলছি না, বরং এই ধারনাকে ব্যবহারিকভাবে প্রয়োগ করছি। চীনা রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলিতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং চীনে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন ও বন্টনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট সি’র দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান রেখে চীন এরমধ্যে বিশ্বের ৮০ টিরও বেশি দেশে চীনের ভ্যাকসিন সরবরাহ করেছে এবং ৪০ টিরও বেশি দেশে ভ্যাকসিন রপ্তানি করেছে। এখন পর্যন্ত চীন বিশ্বে ২০ কোটিরও বেশি ভ্যাকসিন সরবরাহ করেছে যা চীনকে আন্তর্জাতিক ভ্যাকসিন সহযোগিতায় নেতৃত্বের আসনে বসিয়েছে।
করোনার মহামারিকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত সহযোগিতায় মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান চীনা রাষ্ট্রদূত। এসময় করোনা মহামারির মধ্যেও ঢাকা ও বেইজিংয়ের সহযোগিতা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন লি জিমিং। 
তানজিদ/শান্তা