স্যুই হুইসিন
2021-04-21 14:28:03

স্যুই হুইসিন সংগীত জগতে ইভন নামে বেশ পরিচিত। তিনি ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের একজন জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেত্রী। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি তাঁর বন্ধুর জন্য একটি গানের ডেমোস রেকর্ড করার মধ্য দিয়ে আকস্মিকভাবে শোবিজে প্রবেশ করেন। দুই হাজার দুই সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম “সুখকে প্রাধান্য দেওয়া হয়” প্রকাশ করেন। আসলে অ্যালবামটি প্রকাশিত হবার আগের দু’বছর তাঁর কোম্পানি তাঁকে গোপনে প্রশিক্ষণ দিয়েছিল। অ্যালবামটি ১৪তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরষ্কার জিতে। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ইভনের প্রথম অ্যালবামের “অ্যান্টিবডি অব লাভ” নামের গানটি শোনাব। শুনুন তাহলে গানটি। 

স্যুই হুইসিন_fororder_u=3391422029,738918078&fm=26&fmt=auto&gp=0

আসলে “অ্যান্টিবডি অব লাভ” গানটির হাল্কা সুর ইভনের মিষ্টি কণ্ঠস্বরের মধ্য দিয়ে ভালোবাসার সামনে যথেষ্ঠ সাহস নিয়ে মুখোমুখী হওয়া উচিত-- এমন কথা প্রকাশিত হয়। এ যেন ঠিক শরীরের অ্যান্টিবডির মতো।  ইভনের প্রথম অ্যালবামে ‘Don’t come back to me’ নামে একটি শিরোনাম সংগীত রয়েছে। তাহলে এখনই আমি আপনাদের ইভনের কণ্ঠে সে গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি।

স্যুই হুইসিন_fororder_src=http___p1.music.126.net_1hCrrYDfoXWkEAvfOuhikQ==_19051237974701605_size=640x427&refer=http___p1.music.126

“রোদেলা ৭ জুলাই” গানটি ইভনের ২০০৩ সালে প্রকাশিত অ্যালবাম “সুন্দর ভালোবাসা”-য় অন্তর্ভূক্ত হয়। গানটি জাপানের টিভি নাটকে ভালোবাসা গল্পের মতো, উষ্ণ ও হৃদয়গ্রাহী। গ্রীষ্মকাল শুরুর দিকের সন্ধ্যার মতো, খুবই সুন্দর ও আবেগপূর্ণ। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

স্যুই হুইসিন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180818_74583d5fe49e47459ff85be73e416131.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

“ভেনিসে হারানো” ইভনের ২০০৬ সালের অক্টোবরে প্রকাশিত একটি গান। এটি একটি ক্লাসিক্যাল ইউরোপীয় স্টাইল ও রোমান্টিক ল্যাটিন স্টাইলের গান। গানটিতে ভালোবাসায় মেয়েদের অনিশ্চয়তা ও বিভ্রান্তি বর্ণনা করা হয়। ঠিক ভালোবাসায় হারানোর মতো। কিন্তু পরিহার করবে না, বরং উত্সাহ নিয়ে নিজের সুখ অন্বেষণ করবে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাচ্ছি, শুনুন তাহলে গানটি। 

স্যুই হুইসিন_fororder_src=http___img.ivsky.com_img_bizhi_pre_201101_22_xvhuixin&refer=http___img.ivsky

দুই হাজার নয় সালের জুন মাসে ইভন “Love*over= Lover’ অ্যালবাম প্রকাশ করেন। এতে তাঁর প্রেমের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়। অ্যালবামটির ইংরেজি নাম দেওয়া হয়। কারণ এটি দুই রকম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। এর আগের অ্যালবাম প্রকাশিত হবার পরের দেড় বছর ইভন সঙ্গীতে তাঁর পদক্ষেপ সুবিন্যস্ত করেছেন। তিনি এ অ্যালবামে নিজের ভালোবাসার দৃষ্টিভঙ্গি নিজের স্টাইলের মাধ্যমে প্রকাশ করেন। অ্যালবামে “সুগন্ধি লিলি” নামে একটি গান অন্তর্ভূক্ত হয়। গানটিও খুবই সুন্দর। তাহলে এখন আমি আপনাদের সাথে গানটি শোনব, কেমন? শুনুন তাহলে গানটি। 

স্যুই হুইসিন_fororder_src=http___i0.itc.cn_20131018_2d60_d5eb21ba_d82a_405e_fb8e_89f74930e9ca_1&refer=http___i0.itc

“প্রবল বাতাস বইছে” ইভনের ২০০৪ সালে প্রকাশিত “সুখ” নামে অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। আর “Tell me” ইভন ও উইলবার প্যানের গাওয়া দ্বৈত গান। খুব মজার ব্যাপার হল দু’জনই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং তাইওয়ানে জনপ্রিয় হয়ে উঠেন। যাই হোক, এখন আমি আপনাদের দু’টো গান একসঙ্গে শোনাব, কেমন? শুনুন তাহলে দু’টো গান। 

 

 (প্রেমা/এনাম)