জাতিসংঘে চীনা ভাষা দিবস: বিদেশে সিএমজি’র প্রথম ভিডিও উত্সব আয়োজিত
2021-04-21 11:39:42

এপ্রিল ২১: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের ‘চীনা ভাষা দিবস, ২০২১’ পালিত হয় এবং এর অংশ হিসেবে বিদেশে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র প্রথম ভিডিও উত্সব জেনিভায় আয়োজিত হয়। জাতিসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যু, জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভারোভায়া, এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও লিঙ্কের মাধ্যমে এসংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতিসংঘে চীনা ভাষা দিবস: বিদেশে সিএমজি’র প্রথম ভিডিও উত্সব আয়োজিত_fororder_lg1

জাতিসংঘের চীনা ভাষা দিবসের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে সিএমজি’র ভিডিও উত্সব গত ১৮ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলে। উত্সবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইতালি ও জাপানসহ ২৭টি দেশের মোট ৩৪০টিরও বেশি চীনা ভাষার ভিডিও প্রদর্শিত হয়।

জাতিসংঘে চীনা ভাষা দিবস: বিদেশে সিএমজি’র প্রথম ভিডিও উত্সব আয়োজিত_fororder_两个

জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভারোভায়া বলেন, বহু ভাষার চর্চা বহুপক্ষবাদ সংরক্ষণের কার্যকর পদ্ধতি। চীনা ভাষা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা ও সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর অন্যতম। এর মাধ্যমে চীনা বুদ্ধি, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করা ও বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব।

জাতিসংঘে চীনা ভাষা দিবস: বিদেশে সিএমজি’র প্রথম ভিডিও উত্সব আয়োজিত_fororder_shx

সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং তাঁর বক্তৃতায় ভিডিও উত্সবে অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বারের অনুষ্ঠান যেন জাতিসংঘের মঞ্চে রচিত ‘বসন্তের সুর’, যা বিভিন্ন ভাষার মাধ্যমে আরও সুন্দর হয়ে উঠেছে। ভিডিও উত্সবে অংশগ্রহণকারীরা একই ভাষায় ভিন্ন ধরনের মতামত প্রকাশ করেন।

জাতিসংঘে চীনা ভাষা দিবস: বিদেশে সিএমজি’র প্রথম ভিডিও উত্সব আয়োজিত_fororder_lg5

উল্লেখ্য, ১৯৪৬ সালে চীনা ভাষা জাতিসংঘের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। আর ১৯৭৩ সালে চীনা ভাষা জাতিসংঘ অধিবেশনের কর্মভাষার মর্যাদা লাভ করে। (সুবর্ণা/আলিম/মুক্তা)