মিসরের স্পিকারের সঙ্গে লি চান শু’র ভিডিও-বৈঠক
2021-04-21 11:01:01

এপ্রিল ২১: গতকাল (মঙ্গলবার) চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু বেইজিংয়ের গণমহাভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে মিসরের সংসদের স্পিকার হানাফি গাবালি’র সঙ্গে বৈঠক করেন।

এসময় লি চান শু বলেন, চীন-মিসর মৈত্রী সুদীর্ঘকালের। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৬৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্যেও সবসময় সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে।

তিনি বলেন, চীন ও মিসর দুটি উন্নয়নশীল দেশ। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করতে, একে অপরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উদ্বেগে সমর্থন দিতে, বিশ্বের বহুমেরুকরণ ও অর্থনৈতিক বিশ্বায়ন ত্বরান্বিত করতে, এবং উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করতে চায় চীন।

তিনি জোর দিয়ে বলেন, আইনি সংস্থা পর্যায়ের যোগাযোগ দু’দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। চীনের জাতীয় গণকংগ্রেস মিসরের সংসদের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বাড়াতে সচেষ্ট থাকবে।

জবাবে গাবালি বলেন, মিসর ‘একচীন নীতি’ অনুসরণ করে যাবে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোয় সহযোগিতা জোরদার করে আরও বেশি সাফল্য অর্জন করতে প্রচেষ্টা চালিয়ে যাবে। (প্রেমা/আলিম/ছাই)