সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বোয়াও ফোরামকে আরো কার্যকর হওয়ার পরামর্শ
2021-04-20 19:33:38

ঢাকা , এপ্রিল ২০: এশিয়ার ২৮ টি দেশ নিয়ে গঠিত বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে । দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বোয়াও অঞ্চলে বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হচ্ছে এবারের আয়োজনে। কতটা সফল হয়েছে এবারের বার্ষিক সম্মেলন আর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ কিভাবে সুফল পেতে পারে , এ নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক হোসনে আরা তালুকদার।
 ২০১৮ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে এ ফোরামে যোগ দিয়েছিলেন তিনি। তার মতে, এ ফোরামকে আরও কার্যকর করার লক্ষ্যে এর কার্যক্রমকে কেবল বার্ষিক একটি সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিৎ না। দায়িত্ব শুধু চীন সরকারের নয়, ফোরামকে কার্যকর করতে সদস্য দেশগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। তবেই সামষ্টিক উন্নয়ন সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন হোসনে আরা তালুকদার। এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রয়োজনে বছরে চারটি সম্মেলন হতে পারে বলে মত দিয়েছেন তিনি। সব সীমাবদ্ধতা কাটিয়ে বোয়াও ফোরাম এশিয়ার দেশগুলোকে আরো কাছাকাছি আনতে পারবে পাশাপাশি বৈশ্বিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখেন বাংলাদেশ বেতারের সাবেক এই মহাপরিচালক। 
অভি/শান্তা