বিশ্বে চাই ন্যায়বিচার, আধিপত্যবাদ নয়: প্রেসিডেন্ট সি
2021-04-20 19:28:31

বিশ্বে চাই ন্যায়বিচার, আধিপত্যবাদ নয়: প্রেসিডেন্ট সি_fororder_6

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বিশ্বে এখন প্রয়োজন ন্যায়বিচার, আধিপত্যবাদ নয়। মঙ্গলবার চীনের হাইনানে বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
 চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক বিষয়াদি পরামর্শের মধ্য দিয়ে সামলানো উচিত এবং সকল দেশ সম্মিলিতভাবে বিশ্বের ভবিষ্যত নির্ধারণ করা উচিত। তিনি বলেন, “বিশ্বের শান্তি বজায় রাখার স্বার্থেই কোনও এক দেশ বা কয়েকটি দেশের ঠিক-করা বিধিবিধান অন্যদের উপর চাপানো চলবে না অথবা কয়েকটি বিশেষ দেশের পছন্দের একপক্ষবাদ মেনে নেওয়া যাবে না।” 

চীনা প্রেসিডেন্ট বলেন, বৃহৎ দেশগুলোকে তাদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হবে এবং আরও বেশি দায়িত্ববোধ দেখাতে হবে। চীনের উদ্যোগে গৃহীত অঞ্চল ও সড়ক উদ্যোগ (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই) নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, বিআরআই একটি গণসড়ক, কোনও একটি দেশের মালিকানাধীন ব্যক্তিগত রাস্তা নয়। 
চীনা প্রেসিডেন্ট বলেন, বিআরআইকে দারিদ্রমোচন ও উন্নয়নের একটি মহাসড়কে রূপান্তরের লক্ষ্যে আগ্রহী সবার সঙ্গে কাজ করবে তার দেশ। প্রেসিডেন্ট সি ঘোষণা দেন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, গণস্বাস্থ্য, ঐতিহ্যবাহী ওষুধ ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত করতে চায় তার দেশ। 
তিনি বলেন, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানী ও পরিবেশবান্ধব অর্থসংস্থান বিষয়ে সহযোগিতা দৃঢ় করতে আরও প্রচেষ্টা চালাতে হবে। অর্থনৈতিক উন্মুক্ততা সম্পর্কে চীনা প্রেসিডেন্ট বলেন, “বৈশ্বায়নের এই যুগে ‘দেয়াল তোলা’ বা ‘বিচ্ছিন্নতা’র উদ্যোগ অর্থনৈতিক বিধান ও বাজার নীতির বিরুদ্ধে যাবে এবং অন্যদের স্বার্থ ক্ষুণ্ণ করবে, কারোরই উপকারে আসবে না।” তিনি বলেন, উন্নয়ন ও প্রগতি অর্জন এবং কোভিড-১৯ অতিমারির প্রভাব থেকে অর্থনীতির পুনরুদ্ধারে জন্য উন্মুক্ততা প্রয়োজন। 
“আমাদের প্রয়োজন বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণ বেগবান করা, আঞ্চলিক অর্থনৈতিক অখণ্ডতা শক্তিশালী করা এবং সরবরাহ, শিল্প, উপাত্ত ও মানবসম্পদ-বিষয়ক চেইনকে আরও শক্ত করা,“ বলেন চীনা প্রেসিডেন্ট।
 রহমান 
তথ্য ও ছবি: চায়না ডেইলি