যুক্তরাষ্ট্রে ‘জবরদস্তি শ্রম’ রয়েছে: চীনা মুখপাত্র
2021-04-19 20:31:47

এপ্রিল ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ(সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার সিনচিয়াংয়ে তথাকথিত ‘জবরদস্তি শ্রম’ রয়েছে বলে মিথ্যাচার করছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রে ‘জবরদস্তি শ্রম’ রয়েছে । 

ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ কার্যক্রমে জড়িত আখ্যায়িত করে অন্য দেশের ব্যক্তিদের নিজদের ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে সাহযোগিতা চালাতে জবরদস্তি করে থাকে। তা আসলে ‘জবরদস্তি শ্রম’। 

তিনি জোর দিয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ শুনার তাগিদ করে আসছে। পাশাপাশি, নিজ দেশের গুরুতর মানবাধিকার সমস্যা পর্যালোচনা করে বাস্তব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। (আকাশ/এনাম/রুবি)