জলবায়ু পরিবর্তন মোকাবিলা মানব জাতির অভিন্ন কর্তব্য: সি চিন পিং
2021-04-17 16:23:38

এপ্রিল ১৭: গতকাল (শুক্রবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং  ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে এক ভিডিও শীর্ষ সম্মেলনে মিলিত হন।

সম্মেলনে তিন দেশের নেতারা জলবায়ু পরিবর্তন একসাথে মোকাবিলা, চীন-ইউরোপ সম্পর্ক, মহামারি প্রতিরোধ সহযোগিতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা মানব জাতির অভিন্ন কর্তব্য । এটি অন্য দেশকে দমনের লক্ষ্য ও বাণিজ্যিক বাধার অজুহাত হতে পারে না।

তিন দেশের নেতারা বহুপক্ষবাদে অবিচল থাকা, প্যারিস চুক্তি সার্বিকভাবে বাস্তবায়ন করা, ন্যায, যৌক্তিক ও পারস্পরিক কল্যানকর জলবায়ু প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একমত হন।

তাঁরা জোর দিয়ে বলেন, জলবায়ু নীতি বিষয়ক সংলাপ ও সবুজ উন্নয়নে সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা চীন-ইউরোপ সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত করা হবে। (শিশির/এনাম/আকাশ)