লকডাউনে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট অনুমোদন
2021-04-16 15:22:24

লকডাউনে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট অনুমোদন_fororder_5

ঢাকা, এপ্রিল ১৬: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালু করবে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট দেশগুলোর বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধায় এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা।

এ ৫ দেশে যেতে চান এমন প্রবাসী কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ইস্যুকরা বিএমইটি ক্লিয়ারেন্স থাকরে অগ্রাধীকার পাবেন। ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে চাইলে বিএমইটি থেকে ছাড়পত্র নেয়ার কথাও বলা হয়েছে।

আন্ত:মন্ত্রণালয় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সাজিদ