ফ্রান্সে করোনায় ১ লাখ মৃত্যুর রেকর্ড
2021-04-16 14:32:40

ফ্রান্সে করোনায় ১ লাখ মৃত্যুর রেকর্ড_fororder_3

এপ্রিল ১৬: ফ্রান্সে করোনায় ১ লাখ মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর তৃতীয় ঢেউ মোকাবিলা করছে ইউরোপের এই দেশটি।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে গেল বছরের জানুয়ারি মাসে প্রথম  করোনা ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৫০ লাখ নাগরিকের দেহে করোনা সনাক্ত হয়। আক্রান্তের এ সংখ্যা পুরো বিশ্বে অষ্টম ও ইউরোপের দেশগুলোর মধ্যে চতুর্থ।

সম্প্রতি ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর রেইমস পরিদর্শন করে সিজিটিএন এর ইউরোপ শাখার কর্মীরা। সেখানে কথা হয় ৭৮ বছর বয়সী নাগরিক নাদাইন ওয়াত্রিন এর সঙ্গে। তিনি জানান, করোনা মহামারির প্রথম ঢেউ ছড়িয়ে পড়লে তার স্বামীর মৃত্যু হয়।

‘দিনটি ছিলো শনিবার। তার মৃত্যুর তিন দিন আগে আমাদের এখানে লকডাউন ঘোষণা করা হয়। সে সময় টেলিফোন করে আমাদের জানানো হয়, কেউ যেন বাইরে না যাই। তার কিছুক্ষণ পরই জানানো হয়, আমার স্বামীকে শেষ বারের মতো দেখা করার সুযোগ দেবে তারা। সেটাই ছিলো আমার স্বামীর সঙ্গে আমার শেষ দেখা।‘

সাজিদ

তথ্য ও ছবি: সিজিটিএন