আপন আলোয় (১২): স্বাধীন বাংলা বেতারের ছোট্ট স্টুডিওতে তৈরি হয়েছিল অসংখ্য কালজয়ী গান
2021-04-16 19:56:24

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খবরাখবর, বরেণ্য ব্যক্তিত্ব ও প্রতিভাবান-সৃষ্টিশীল তরুণদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আমাদের এ অনুষ্ঠান। খ্যাতিমানদের কৃতি মানুষ হয়ে ওঠার অনুপ্রেররণা, সৃষ্টিশীল তরুণদের স্বপ্ন, তাদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়েই ‘আপন আলোয়’।

এ পর্বে থাকছে:

১. প্রতিবেদন: করোনাক্রান্তিতে সংক্ষিপ্ত আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

২. তু ফু: চীনা সাহিত্যের অন্যতম সেরা কবি

৩. অন্তরঙ্গ আলাপন: ড. অরুপরতন চৌধুরী, কণ্ঠযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

আপন আলোয় (১২): স্বাধীন বাংলা বেতারের ছোট্ট স্টুডিওতে তৈরি হয়েছিল অসংখ্য কালজয়ী গান_fororder_wenhua

. অরুপরতন চৌধুরী

স্বাধীন বাংলা বেতারের ছোট্ট স্টুডিওতে তৈরি হয়েছিল অসংখ্য কালজয়ী গান: ড.অরুপরতন চৌধুরী

একটা হারমোনিয়াম, একটা মন্দিরা, একটা বাঁশি আর একটা দোতরা দিয়ে তৈরি হয়েছে এত এত কালজয়ী গান-ভাবতে অবাক লাগে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল কিংবা নোঙ্গর তোল তোল, সময় যে হলো হলো-কত সব গান। আজও ওই স্মৃতি মনে শিহরণ জাগায়। চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে অধ্যাপক ড. অরুপরতন চৌধুরীর স্মৃতিচারণ।

 

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

সাক্ষাত্কার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম