‘মদ শেষ হলে আর নেই’
2021-04-15 13:59:42

‘মদ শেষ হলে আর নেই’_fororder_su

সু রুই, ১৯৫২ সালের ১৩ জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের একজন নারী কণ্ঠশিল্পী।

 

১৯৭৬ সালে সু রুই হংকংয়ের হাউস ইউএপঔ রেকর্ডজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘What a Difference a Day Makes’ বাজারে আসে।

 

১৯৮৩ সালে সু রুই-এর অ্যালবাম ‘ভুল গাড়িতে উঠেছি’ প্রকাশিত হয়। ১৯৮৪ সালে সু রুই ‘মদ শেষ হলে আর নেই’ গানটি দিয়ে হংকংয়ের হংকং ফিল্ম আওয়ার্ডসের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পীর পুরস্কার পান।

 

বন্ধুরা, এখন শুনুন সু রুই-এর গান ‘মদ শেষ হলে আর নেই’। গানের কথাগুলো এমন: এত পরিচিত কণ্ঠ, এত বছর আমার সঙ্গী ছিল। কখনই মনে রাখার দরকার নেই, কখনই তা ভুলে যাই নি। আকাশ ছাড়া মাটি কীভাবে হয়, ভূমি ছাড়া বাড়ি কীভাবে হয়, বাড়ি ছাড়া তুমিও নেই, তোমাকে ছাড়া আমিও নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু রুই-এর গান ‘কি না’। গানের কথায় বলা হয়: আমি সত্যি তোমাকে ছেড়ে যাবো কি না? আমি আর কাঁদবো কি না? আমি আর ফিরে যাবো কি না? আমার অশ্রু শেষ হয়েছে কি না? আমি সেই অসীম পথে এগিয়ে যাবো কি না?

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু রুই-এর গান ‘হাত ধরা’। গানের কথাগুলো এমন: তোমার ভালোবাসাকে ভালোবাসার জন্য, তোমার স্বপ্নকে স্বপ্নে দেখার জন্য, তাই তোমার দুঃখ বোঝার জন্য, তোমার সুখের জন্য সুখী। তোমার পথে চলার জন্য, তোমার কষ্ট উপভোগ করার জন্য, তোমার আনন্দের জন্য আনন্দিত। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু রুই-এর কণ্ঠে ‘আমার সঙ্গে আসো’ গানটি। গানের কথায় বলা হয়: আমার সঙ্গে আসো, কিছু বলো না, এটা হল তোমার অজানা বিশ্ব; তুমি কিছুই বলো না। তোমার চোখ আমাকে সব কিছু জানিয়েছে, আমার সঙ্গে আসো, যখন বসন্তের বৃষ্টি ভেসে আসে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু রুই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)