সংবাদ পর্যালোচনা: চীনে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠান ও চেম্বার অব কমার্স চীনের বাজার নিয়ে আশাবাদী
2021-04-14 14:57:50

এপ্রিল ১৪: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা গতকাল (মঙ্গলবার) বিকেলে চীনে ৪৭টি মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও চেম্বার অব কমার্সের ৬০জন প্রতিনিধি চীনের ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ নিয়ে মতবিনিময় করেছেন।

এসব প্রতিনিধি চীনের বাজার নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি লালন করেন এবং চীনের ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার’ উন্নয়নে সমন্বয় করার প্রত্যাশা করছেন।

দু’ঘন্টাব্যাপী বৈঠকে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনাকে’ কেন্দ্র করে নানা বিষয় এসব প্রতিনিধির কাছে ব্যাখ্যা করেন এবং তাদের সব আগ্রহের বিষয় নিয়ে কথা বলেন।

টেসলা কোম্পানির উপপ্রধান থাও লিন সিএমজি নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন,

 ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা হচ্ছে আগামী কয়েক বছরে চীনে আমাদের উন্নয়নের সবচে গুরুত্বপূর্ণ সময়। আশা করি, আমাদের কৌশল, নীতি ও আমাদের পণ্যের মান দেশের সামষ্টিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা চলাকালে চীনে ব্যাপকভাবে সবুজ উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ বাস্তবায়নের সংকল্প ও সাহস আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। চতুর্দশ পাঁচশালা পরিকল্পনায় সুস্পষ্টভাবে কার্বন নির্গমনের চূড়ান্ত অবস্থায় পৌঁছানো এবং কার্বনের নিরপেক্ষ করার সময় উত্থাপন করা হয়েছে। আমাদের নতুন এনার্জি অটোমোবাইল শিল্পের জন্য এটা দারুণ একটি ঐতিহাসিক সুযোগ।’

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপপ্রধান নিং চি চে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরেরও বেশি সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে বিনিময় ঘনিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের মধ্যে অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে উঠেছে। চীনে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় অংশ নিয়ে আসছে এবং তারা চীনা অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ২০২০ সালে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিনিময় ৫৮০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম দু’মাসে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিনিময় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮০ শতাংশ বেড়েছে।

নিং চি চে বলেন, চীনের উন্নয়নের মৌলিক উদ্দেশ্য একদিকে সুন্দর জীবনের প্রতি চীনা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা, অন্যদিকে নিজের উন্নয়নের মাধ্যমে মানবজাতির উন্নয়নে অবদান রাখা। শান্তিপূর্ণ ও উন্নয়নশীল চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের জন্য চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ। চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধা কাজে লাগিয়ে অভিন্ন উন্নয়ন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন,

 ‘চীনের বাজার বিস্তৃত। এর প্রবৃদ্ধির শক্তিশালী ও বিশাল সম্ভাবনা আছে। চীনের বৈদেশিক উন্মুক্তকরণে অংশ নিতে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আর্থ-বাণিজ্যিক বিনিময় বাড়াতে এবং চীনের উন্নয়নের সাফল্য উপভোগ করতে মার্কিন প্রতিষ্ঠানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে স্বাগত জানাই আমরা। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্বের আর্থ-বাণিজ্যিক নীতির ন্যায্যতা, যথার্থতা ও কর্তৃত্ব মেনে চলার ভিত্তিতে সম্মিলিতভাবে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যের নতুন শৃঙ্খলার ভারসাম্য, সহনশীল ও অভিন্ন কল্যাণকর দিকে পরিচালনা করতে ইচ্ছুক।’

জেনারেল ইলেকট্রিক কোম্পানির উপপ্রধান ছেন রোং শেং বলেন, তাদের শিল্পপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চীনের বাজারের ভবিষ্যত নিয়ে আশাবাদী। চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা করেন তিনি।

তিনি বলেন,

 ‘গত বছর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। মহামারীর সংক্রমণের মধ্যেও চীনে কয়েকটি বিনিয়োগ প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। মহাকাশ, চিকিত্সা ও দূষণমুক্ত জ্বালানিসহ আমাদের কয়েকটি খাত বিভিন্ন ক্ষেত্র চীনের জীবিকা উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই চীনের বাজারের ওপর আমরা ভরসা রাখি। চীনের ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আমাদের সুযোগ আরো বাড়বে। চীনের সঙ্গে আমাদের সহযোগিতা আরো সম্প্রসারিত ও গভীর হবে বলে আমি বিশ্বাস করি।’

(লিলি/তৌহিদ/শুয়েই)