‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’ সংশোধন করবে জার্মানি
2021-04-10 16:25:50

‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’ সংশোধন করবে জার্মানি_fororder_rBABC2Bw5fOAQQ4XAAAAAAAAAAA680_1023x682_960x640

এপ্রিল ১০: দেশের বিভিন্ন অঞ্চলে সমন্বয়ের মাধ্যমে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের জন্য জার্মানির  ফেডারেল সরকার আরেক ধাপে ‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’ সংশোধন করবে। দেশটির ফেডারেল সরকারের জনৈক মুখপাত্র গতকাল (শুক্রবার) এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, দেশের বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পূর্বনির্ধারিত ১২ এপ্রিলের পরামর্শ-সভা বাতিল করা হয়েছে। তবে, ১৩ এপ্রিল ফেডারেল সরকারের মন্ত্রিসভা বিশেষ বৈঠকে বসবে। বৈঠকে ‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’ সংশোধন করা হবে, যাতে দেশের ১৬টি রাজ্যের নেওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে সমন্বয় সাধন করা যায়।

এদিকে, জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, সংশোধনের খসড়া গৃহীত হবার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। (ছাই/আলিম/স্বর্ণা)