নারী-পুরুষ সমতায় ডব্লিউইএফের তালিকায় পিছিয়ে বাংলাদেশ
2021-04-08 19:21:25

নারী-পুরুষ সমতায় ডব্লিউইএফের তালিকায় পিছিয়ে বাংলাদেশ_fororder_04083

নারী-পুরুষের সমতায় বাংলাদেশ গত বছরের চেয়ে ১৫ ধাপ পিছিয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন ২০২১ এ তথ্য প্রকাশ করে। এতে নারী-পুরুষের সমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬৫তম উল্লেখ করা হয়েছে। এদিকে, করোনার কারণে বিশ্বে নারী–পুরুষের সমতার সময় সাড়ে ৩৬ বছর পিছিয়ে গেছে।  

বৈশ্বিক লিঙ্গ বৈষম্য বিবেচনায় দেশে নারী-পুরুষের সমতা এখনও প্রতিষ্ঠিত হয়নি, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে নারীরা আগের চেয়ে অনেক দূর এগিয়েছে।  লিঙ্গ বৈষম্য নিরসনে এ বছর দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু তাতেই বা সন্তুষ্টির সুযোগ কোথায়?

কারণ বিচার, পেশা, মজুরি এবং নিজের ঘরে দেশের নারীরা বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। দূর হয়নি অসাম্য।  এখনও প্রাধান্য পায়নি সম্পদের ওপর নারীর অধিকার।

.........

নারী-পুরুষের সমতায় বেশ পিছিয়ে বাংলাদেশ। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে নারী-পুরুষের সমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬৫তম উল্লেখ করা হয়। গত বছরও বাংলাদেশের এ অবস্থান ছিল ৫০তম। এ ছাড়া প্রতিবেদনে বলা হয়

এবছর প্রতিবেদনে ১৫৬টি দেশের মধ্যে নারী-পুরুষের সমতার চিত্র তুলে ধরা হয়। মূলত চারটি প্রধান সূচকের ভিত্তিতে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন তৈরি করা হয়। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ শীর্ষক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৭, শিক্ষায় অংশগ্রহণ সূচকে ১২১, স্বাস্থ্য ও আয়ু সূচকে ১৩৪ এবং  রাজনৈতিক ক্ষমতায়নে অবস্থান ৭, যা গত বছরও একই ছিল।

এদিকে, প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, করোনা মহামারির কারণে নারী-পুরুষের সমতায় ব্যাপক পিছিয়েছে বিশ্ব।  বিশ্বে নারী–পুরুষের সমতার সময় সাড়ে ৩৬ বছর পিছিয়ে গেছে। (প্রতিবেদক: রওজায়ে জাবিদা ঐশী)

 

 

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

 

 

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

 অডিও সম্পাদনা:  তানজিদ বসুনিয়া