দেহঘড়ি পর্ব-৯
2021-03-19 17:14:01

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##সুখবর: প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বেড়েছে বাংলাদেশে

প্রজনন স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের নারীদের মাঝে সচেতনতা বেড়েছে। শুধু শহরাঞ্চলেই নয়, প্রত্যন্ত গ্রামেও কিশোর-কিশোরীদের মধ্যে বেড়েছে এ সংক্রান্ত সচেতনতা। এখন অনেক কিশোরীই স্থানীয় স্বাস্থ্যকর্মী কিংবা ফার্মেসি থেকে স্যানেটারি ন্যাপকিনসহ তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে।

দেহঘড়ি পর্ব-৯_fororder_生1

বিশেষজ্ঞরা বলছেন, দেশজুড়ে মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। নারীদের স্বাস্থ্য সচেতনতার ফলে এখন মা ও শিশুর মৃত্যু হারও কমেছে; বেড়েছে গড় আয়ু।

মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা নিয়ে  সম্প্রতি প্রকাশিত সরকারের এক জরিপে দেখা গেছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সে নারীদের ১৩ ভাগ মৃত্যু হয় সন্তান জন্ম দেয়ার সময়। মায়েদের প্রতি অবহেলা ও অবজ্ঞার কারণেই এ মৃত্যু হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ মৃত্যুর হার আগের বছরগুলোর চেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ব্র্যাক আয়োজিত এসআরএইচআর-বিষয়ক এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন , প্রতিটি পরিবার যদি মেয়েদের বয়ঃসন্ধিকালে সবাইকে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেয়, তাহলে সারাদেশে একটি ইতিবাচক পরিবর্তনের জায়গা তৈরি করা সম্ভব।

 

##হেল্‌থ বুলেটিন

১। ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার

দেহঘড়ি পর্ব-৯_fororder_生2

বাংলাদেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। গত এক সপ্তাহ ধরে করোনায় শনাক্তের হার উর্ধমুখী। গত বুধবার থেকে করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের উপরে। সর্বশেষ গত বুধবার করোনাভাইরাসে আক্রান্তের হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রন্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬৫ জন। একদিন আক্রান্তের এই সংখ্যা গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। আর করোনায় প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়।

 

২। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগ স্থগিত ২ ডজন দেশে

বিশ্বের প্রায় দুই ডজন দেশ ব্রিটেনের ওষুধপ্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার প্রয়োগ স্থগিত করেছে। অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নেওয়ার পর শরীরে ‘গুরুতর রক্ত জমাট বাঁধার’ তীব্র আশঙ্কার মাঝে দেশগুলো টিকাটির প্রয়োগ সাময়িক স্থগিত করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনও সম্পর্ক নেই। স্বাভাবিক পরিস্থিতিতেও মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে। একই সঙ্গে দেশগুলোকে এই টিকার প্রয়োগ অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের যে কয়েকটি দেশ এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা স্থগিত করেছে, তাদের বেশিরভাগই ইউরোপের। সর্বশেষ সোমবার জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেন অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিতের ঘোষণা দিয়েছে। এর আগে একই পথে হেঁটেছে আয়ারল্যান্ড, বুলগেরিয়া, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডসও।

 

৩। বাংলাদেশে টিকা নিলেন প্রায় ৪৬ লাখ মানুষ

দেহঘড়ি পর্ব-৯_fororder_生3

বাংলাদেশে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার মানুষ। শুধু রাজধানী ঢাকাতেই এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ৭ লাখ মানুষ।

ভারত থেকে আনা অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই সারাদেশে ১ হাজারেরও বেশি কেন্দ্রে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলছে গণটিকা কার্যক্রম। এতে কাজ করছেন প্রায় অর্ধ লক্ষ স্বাস্থ্যকর্মী। 

এদিকে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার মানুষ। আর টিকা নেওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৯০০ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-৯_fororder_生4

আজ আমরা কথা বলছি ডায়াবিটিস বা মধুমেহ নিয়ে। বিশ্বজুড়ে ডায়াবেটিস এখন মহামারির রূপ নিয়েছে। প্রায় এমন কোনও পরিবার নেই, যেখানে কেউ না কেউ এ রোগে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, সারা বিশ্বে এখন ৪২ কোটি ২০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের মধ্যে বেশিরভাগ বাস করে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে। আর প্রতিবছর সারা বিশ্বে ১৬ লাখ মানুষ মারা যায় এ রোগে। অন্যদিকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর এক জরিপে বলছে, বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ। ডায়াবেটিস এমনই এক রোগ, যা কখনো সারে না। কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. ফারিয়া আফসানা। ডা. ফারিয়া বারডেম হাসপাতালে এন্ডোক্রাইন বিভাগের সহকারী অধ্যাপক।