চীনের ‘ইয়াংসি নদী রক্ষা আইন’ কার্যকর
2021-03-01 16:42:10

চীনের ‘ইয়াংসি নদী রক্ষা আইন’ কার্যকর_fororder_0301yang3-1

মার্চ ১: আজ (সোমবার) চীনের প্রথম নদী রক্ষা আইন—‘ইয়াংসি নদী রক্ষা আইন’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চীনের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে ‘ইয়াংসি নদী অর্থনৈতিক অঞ্চল’-এর পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এই আইন হয়েছে।

এ আইনে নদীসম্পদ রক্ষা ও নদীকে দূষণমুক্ত রাখার কথা বলা হয়েছে। তা ছাড়া, পাহাড়, নদী, বন, মাটি ও হ্রদের সমন্বিত ব্যবস্থাপনার বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ইয়াংসি নদীর পরিবেশ সার্বিকভাবে রক্ষিত হবে বলে আশা করা যায়।

চীনের ‘ইয়াংসি নদী রক্ষা আইন’ কার্যকর_fororder_0301yang3-2

তা ছাড়া, বিভিন্ন পর্যায়ের সরকার পরিবেশ রক্ষায় কী কী দায়িত্ব পালন করবে, তা-ও আইনে নির্ধারিত আছে। নদীর তীর রক্ষা এবং পরিবেশ পুনরুদ্ধারের বিস্তারিত বিষয় আইনের আওতার মধ্যে আছে। পরবর্তী কালে, এ আইনসংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনও তৈরি করা হবে। (ইয়াং/আলিম/হাইমান)